ঢাকা রবিবার ৫ অক্টোবর, ২০২৫

ঢাকা রবিবার ৫ অক্টোবর, ২০২৫

জন্ম-মৃত্যু নিবন্ধনে পটুয়াখালী জেলায় গলাচিপা সদর ইউনিয়ন শ্রেষ্ঠ নির্বাচিত

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ২০ আগস্ট, ২০২৪, ১:৩২ পূর্বাহ্ণ

গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধিঃ জন্ম-মৃত্যু নিবন্ধন কার্যক্রমের সেবা প্রদানে গলাচিপা সদর ইউনিয়ন সরকারি জরিপে গত মে-২০২৪ মাসে ২য় এবং জুলাই -২০২৪ মাসে পটুয়াখালী জেলার মধ্যে প্রথম নির্বাচিত হয়েছে।

গতকাল রবিবার পটুয়াখালী জেলার অতিরিক্ত জেলা প্রশাসক স্থানীয় সরকার বিভাগের উপ সচিব মো.জুয়েল রানার কাছ থেকে সন্মানী ক্রেস্ট গ্রহণ করেন গলাচিপা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো.জাহাঙ্গীর হোসেন টুটু।
গলাচিপা সদর ইউনিয়ন পরিষদকে মডেল ইউনিয়ন পরিষদ গড়ার লক্ষ্যে জাহাঙ্গীর হোসের টুটু নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তিনি জানান,আইন অনুযায়ী, বর্তমানে সব পর্যায়ে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন করা বাধ্যতামূলক।এদিকে জন্ম ও মৃত্যু নিবন্ধনের বিষয়ে সাধারণ মানুষকে উৎসাহিত করতে ২০২১ সালের ৯ আগস্ট মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে ৬ অক্টোবরকে ‘জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস’ ঘোষণা করে সরকার।জন্ম-মৃত্যু নিবন্ধন আইন, ২০০৪ এর ৮ ধারা অনুযায়ী, শিশু জন্মের ৪৫ দিনের মধ্যে জন্ম নিবন্ধন এবং কোনো ব্যক্তির মৃত্যুর ৪৫ দিনের মধ্যে মৃত্যু নিবন্ধন করতে হবে।এরই ধারাবাহিকতায় কাজ করে জেলার মধ্যে শ্রেষ্ঠ নির্বাচিত হয় আমার গলাচিপা সদর ইউনিয়ন। গলাচিপা সদর ইউনিয়ন পরিষদকে শ্রেষ্ঠ নির্বাচিত করায় পটুয়াখালী জেলা প্রশাসক মো.নূর কুতুবুল আলম স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত জেলা প্রশাসক মো.জুয়েল রানা(উপ-সচিব) ও উপজেলা নির্বাহী অফিসার মোঃমহিউদ্দিন আল হেলাল স্যারের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি।