ঢাকা রবিবার ৫ অক্টোবর, ২০২৫
শুভ সাহা,টাংগাইলঃ টাঙ্গাইলের ঐতিহ্যবাহী মির্জাপুরে ‘পতিত স্বৈরাচার শেখ হাসিনা সরকারের গনহত্যা ও তাদের বিচারের দাবীতে’কেন্দ্রীয় বিএনপি ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে অবস্থান কর্মসূচিতে(১৫ই আগস্ট) বুধবার,বিকেল তিন ঘটিকায়। প্রায় কয়েক হাজার জন সাধারণের উপস্থিতিতে যথাযথ মর্যাদায় সুসম্পন্ন হয়েছে।উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন, বিএনপির নেতা এবং বাংলাদেশ ইট প্রস্তুতকারী মালিক সমিতির কেন্দ্রীয় সভাপতি.ফিরোজ হায়দার খান।এ সময় আরও উপস্থিত ছিলেন টাঙ্গাইল শ্রমিক দলের যুব বিষয়ক সম্পাদক:মো:রফিকুল ইসলাম,জেলার শ্রমিক দলের অন্যতম সদস্য:মো:আশরাফ সিকদার।আরও উপস্থিত ছিলেন,মির্জাপুর উপজেলা বিএনপির সেচ্ছা-বিষয়ক সম্পাদক:মো:তোজাম্মেল হোসেন (প্রিন্স),উপজেলা বিএনপির সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক:মো:আব্দুল আলীম,উপজেলা বিএনপির সাবেক শিল্পবিষয়ক সম্পাদক:মো:মন্টু সিকদার,উপজেলা (জাসাস)’র সাধারণ সম্পাদক:মো:হাশেম রেজা,উপজেলা ছাত্রদলের যুগ্ম-সম্পাদক:মো:সাব্বির,উপজেলার উলামাদলের সাবেক সাংগঠনিকসম্পাদক:মো:হারুন অর রশীদ।এছাড়াও উপস্থিত ছিলেন,গোড়াই ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি :মো:পারভেজ হাশমত,গোড়াই ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক:মো: বোরহান উদ্দিন,গোড়াই ইউনিয়ন যুবদলের সভাপতি:মো:জাকির হোসেন (শিশির),গোড়াই শ্রমিক দলের সিনিয়র সহ-সভাপতি:মো:সওদাগর হোসেন,গোড়াই শিল্পাঞ্চল শাখার সাধারণ সম্পাদক: এম.এ.রাজ্জাক সিদ্দিকী এবং শিল্পাঞ্চলের নেতা সেতু হায়দার খান।অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন,গোড়াই যুবদল নেতা শফিক,গোড়াই ছাত্রদল নেতা শিশির,শাহীন সহ বিভিন্ন পর্যায়ের ছাত্রবৃন্দ।ওই সময় আরও উপস্থিত ছিলেন,জাতীয় সাংবাদিক সংস্থা টাঙ্গাইল জেলা ইউনিটের ধর্ম বিষয়ক সম্পাদক:সাংবাদিক শুভ সাহা এবং জেলা ইউনিটের নব্য সদস্য:তারেক সিদ্দিকী সহ বিভিন্ন পর্যায়ের প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিক নেতৃবৃন্দ এবং সহকর্মী বৃন্দ।
আপনার মতামত লিখুন :