ঢাকা সোমবার ৬ অক্টোবর, ২০২৫
বার্তা সম্পাদক: মোঃ আল-আমিন ইসলাম :রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার ৩নং পায়রাবন্দ ইউনিয়নের বিরাহিমপুর গ্রামের পূর্ব শত্রুতার জের ধরে বিরাহিমপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হোসাইন আহম্মেদ নাসিমের বাড়িতে হামলা অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটে এতে বসত বাড়ির একটি বাহীরের ঘর ও বিশাল খড়ের পালা পুরে যায়। সেখানে দ্রুত আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ডিফেন্সের রংপুর ইউনিটের কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে চারজন আহত হয় বলে জানা যায়। স্থানীয় সূত্রে জানা যায়, বিরাহিমপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হোসাইন আহম্মেদ নাসিম এর ভাই সুরুজ মিলে একেই ভিটায় আলাদা আলাদা বাড়িতে বসবাস করেন।সম্প্রতি কোটা বৈষম্য বিরোধী আন্দোলনে পরিবারটির সন্তানেরা বেরোবিতে মুখ্য ভূমিকা পালন করেছেন। সম্প্রতি কোটা বৈষম্য বিরোধী আন্দোলনের অস্থিরতার সুযোগে নিয়ে বিরোধীরা গত ০৯/০৭/ ২৪ খ্রিস্টীয় ইং তারিখের স্থানীয় ১।মোন্নাফ ২।বারেক ৩/ সালাম ৪/গফুর বাদশা ৫/খলিল ৬/কামাল মিয়া ৭/রায়হান ৮/ শফি মিয়ার নেতৃত্বে ৪০ থেকে ৫০ জনের একটি দল দেশীয় অস্ত্র দিয়ে হামলা করেন এতে বেরোবির ২ শিক্ষার্থীসহ ৪ জন গুরুত্বর আহত হন বলে অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। সরেজমিনে গিয়ে জানা যায়, উপজেলার পায়রাবন্দ ইউনিয়নের মোন্নাফ মিয়ার সঙ্গে শিক্ষক হোসাইন আহম্মেদের দীর্ঘদিন থেকে জমি জমা নিয়ে বিরোধ চলে আসছে এবং বিজ্ঞ আদালতে উভয় পক্ষের একাধিক মামলা বিচারাধীন রয়েছে, এ বিষয়ে মিঠাপুকুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ফেরদৌস ওয়াহিদ জানান, এ বিষয়ে থানায় এখনো কেউ কোনো অভিযোগ দেয়নি। তিনি বলেন, দেশের এমন পরিস্থিতিতে যারা ব্যক্তিগত আক্রোশের জেরে ঘটনা ভিন্নক্ষাতে প্রভাবিত করে আইন শৃঙ্খলার অবনতি ঘটাচ্ছে তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।
আপনার মতামত লিখুন :