ঢাকা সোমবার ৭ই জুলাই, ২০২৫

ঢাকা সোমবার ৭ই জুলাই, ২০২৫

ছাত্র-জনতার উপর গুলি চালিয়ে গণহত্যাকারীদের বিচারের দাবিতে পাইকগাছায় অবস্থান কর্মসূচি

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ১৪ আগস্ট, ২০২৪, ১১:০০ অপরাহ্ণ

বি.সরকার,পাইকগাছা,খুলনাপ্রতিনিধি: ছাত্র-জনতার উপর গুলি চালিয়ে গণহত্যাকারীদের বিচারের দাবিতে দুই দিনব্যাপী অবস্থান কর্মসূচির প্রথম দিন পালিত হয়েছে। বুধবার সকাল ১১ টায় পাইকগাছা উপজেলা ও পৌর বিএনপি সহ সকল সহযোগী সংগঠনের উদ্যোগে উপজেলা বিএনপির দুটি গুরুপ পৃথক-পৃথক স্থানে এ অবস্থান কর্মসূচী পালন করেছে। উপজেলা বিএনপির সভাপতি ডাঃ আব্দুল মজিদ গ্রুপ শহীদ মিনার চত্ত্বরে ও সাধারণ সম্পাদক এসএম এনামুল হক গ্রুপ বিএনপি দলী কার্যালয়ের নিচে কপোতাক্ষ মার্কেট চত্বরে অবস্থান কর্মসুচি পালন করেছে। শহীদ মিনারে পৌর বিএনপির আহবায়ক সেলিম রেজা লাকির সভাপতিত্বে অবস্থান কর্মসুচিতে প্রধান অতিথি ছিলেন ডাঃ আঃ মজিদ, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবুল হোসেনর সঞ্চালনায় বক্তব্য রাখেন আইনজীবী জি এম আঃ সাত্তার, শাহাদাৎ হোসেন ডাবলু, তুষার কান্তি মন্ডল, মোস্তফা মোড়ল, শেখ ইমামুল ইসলাম, নাজির আহম্মেদ, মেছের আলী সানা, উপস্থিত ছিলেন, বাবর আলী গোলদার, তোফাজ্জল সরদার, সরোজিৎ ঘোষ দেবেন, সামছুর জামান সরদারসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।অপর দিকে বিএনপি দলীয় কার্যলয়ের নিচে কপোতাক্ষ মার্কেট চত্বরে আসলাম পারভেজের সভাপতিত্বে ও এএসএম ইমদাদুল হকের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপি নেতা শেখ ইমাদুল ইসলাম, কাউন্সিলর কামাল আহমেদ সেলিম নেওয়াজ, তৌহদুজ্জামান মুকুল, কাজী সাজ্জাদ আহমেদ মানিক, ইমরান সরদার, যজ্ঞেশ্বর সানা কার্তিক, রুস্তম গাজী, আসাদুল্লাহ আল গালিব, সোহেল গাজী, ফয়সাল রাশেদ সনি, মোল্লা ইউনু-সহ ইউনিয়নের সভাপতি সম্পাদক সহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।