ঢাকা রবিবার ৫ অক্টোবর, ২০২৫

ঢাকা রবিবার ৫ অক্টোবর, ২০২৫

কেন্দ্রীয় বিএনপির কোষাধক্ষ্য জনাব এম. রশিদুজ্জামান মিল্লাত সাহেবের নির্দেশনায় চার ইউনিয়ন পরিদর্শন

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ১৩ আগস্ট, ২০২৪, ৪:০৯ অপরাহ্ণ

 মোঃ রিফাত আলী দেওয়ানগঞ্জ: জামালপুর কেন্দ্রীয় বিএনপির কোষাধক্ষ্য জনাব, এম রশিদুজ্জামান মিলাদ সাহেব এর নির্দেশনায় দেওয়ানগঞ্জ উপজেলা বিএনপির ১ম যুগ্নু আহবায়ক আব্দুল রশিদ সাদা সাহেবের নেতৃত্বে উপজেলা বিএনপি যুবদল ছাত্রদল স্বেচ্ছাসেবক দল মৎস্যজীবী দল কৃষক দল সহ সকল অঙ্গ সংগঠন নিয়ে নাশকতা বন্ধের দাবিতে চার ইউনিয়ন পরিদর্শন করেন. চরআমখাওয়া ইউনিয়ন. পারারামপুর ইউনিয়ন. হাতিভাংগা ইউনিয়ন. বাহাদুরাবাদ ইউনিয়ন. তারা এই চার ইউনিয়ন ঘুরে সবাই কে বলেন বিএনপি নাম বেঁচে কিছু কিছু নাশকতা কারী চাঁদাবাজি সহ ও শৃঙ্খলা কাজ করছে. আমরা চাই নাশকতা কারী দের পিছন থেকে সামনে টেনে এনে আইনের হাতে তুলে দিতে. সেখানে উপস্থিত ছিলেন . ১.আব্দুল রশিদ সাদা.২.আতিকুর রহমান সাজু. ৩.মাসুদ হাবীব পলিন.৪.ফরহাদ হোসেন. ৫. মঞ্জু হোসেন. ৬.আলাউদ্দিন আল মামুন. ৭.ফারুক আহমেদ . ৮.জয়নাল আবেদীন . ৯. সজীব. ১০.গিয়াস উদ্দিন.১১.ইব্রাহিম মন্ডল . ১২.রফিকুল ইসলাম. ১৩.খলিলুর রহমান . ১৪.আব্দুর রাজ্জাক. .১৫.রবিউল ইসলাম।