ঢাকা রবিবার ৫ অক্টোবর, ২০২৫

ঢাকা রবিবার ৫ অক্টোবর, ২০২৫

রাউজানে নৈরাজ্য ও শান্তি প্রতিষ্টার লক্ষ্যে হেফাজতে ইসলামের শান্তি সমাবেশ ও বিক্ষোভ মিছিল

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ৯ আগস্ট, ২০২৪, ৮:৪৫ অপরাহ্ণ

মোঃ আতিক উল্লাহ চৌধুরী রাউজান প্রতিনিধিঃ সারাদেশে চলমান মারামারি হানাহানির অস্থিরতা, সহিংসতা ও নৈরাজ্যের কারণে যে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে সেখান থেকে শুশিঙ্খল পরিবেশ ফিরিয়ে আনার জন্য হেফাজতে ইসলাম রাউজান শাখার উদ্যোগে রাউজানের জলিল নগর বাসষ্ট্যন্ড, মুন্সির ঘাটা এবং ডাং বাংলা চত্বরে শান্তি সমাবেশ’ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

৯ই আগষ্ট (শুক্রবার) বিকাল ৪ঘটিকায় রাউজান জলিল নগর সৈয়্যদুশ শুহাদা রাঃ ‘র’ মাদ্রাসা প্রাঙ্গণ থেকে শান্তি সমাবেশ ও বিক্ষোভ মিছিল এর কার্যক্রম শুরু হয়ে মিছিল যোগে রাউজানের মুন্সির ঘাটা চত্বর হয়ে ডাক বাংলা চত্বরে আলোচনা করে দোয়া ও মুনাজাতের মধ্য দিয়ে কর্মসূচি সম্পন্ন হয়।

সমাবেশে বক্তারা বলেন- বিগত ১৬ বছর ধরে রাউজানে যে জুলুম-নির্যাতন কায়েম হয়েছিলো সেখান থেকে আমরা এখন এখন মুক্তি পেয়েছি আলহামদুলিল্লাহ । আমরা অনেক জিলুম নির্যাতন এর শিকার হয়েছি। স্বাধীন ভাবে আমরা চলা ফেরা করতে পারি নাই। এমনকি ইসলামিক কার্যক্রমে সকল কিছুতে আমরা তাদের বাধার সম্মুখীন। এখন আলহামদুলিল্লাহ সেই আওয়ামী সৈরাচারের পতন হয়েছে। আমার আবারও সেই ঐতিহাসিক দিন গুলোতে ফিরে যাব ইনশাল্লাহ। তবে বর্তমান সরকারে যেই পতন হয়েছে সেটা কোন রাজনৈতিক দলের দিয়ে পতন হয়নি, বরং এটা আমাদের কলেজ ভার্সিটির তরুণ ছাএ সমাজের লড়ায়ের মধ্য বিজয় হয়েছি।কিন্তু কিছু স্বার্থান্বেষী মহল হীন উদ্দেশ্য চরিতার্থ করার জন্য লুটপাট,ভাংচুর, অগ্নিসংযোগ, নৈরাজ্য ও বিশৃঙ্খলা সৃষ্টি করেযাচ্ছে।

এ সমস্ত ঘৃণ্য কাজে কাউকে না জড়ানোর জন্য এবং কাউকে নৈরাজ্য সৃষ্টি করতে দেখলে তাকে আইনের আওতায় আনার জন্য অনুরোধ জানানো হয়। হেফাজতে ইসলাম বাংলাদেশ এর পক্ষ থেকে আইন শৃঙ্খলা বাহিনীকে সর্বাত্মক সহযোগিতা করার জন্য সকলের কাছে আহবান জানানো হয়। বক্তারা আরো বলেন- এ দেশ আমাদের সকলের, দেশের সম্পদ রক্ষা এবং মানুষের স্বাভাবিক জীবনযাপনের জন্য সবার ঐকান্তিক প্রচেষ্টা এবং সহযোগিতা বিশেষভাবে জরুরী।
বর্তমানে রাউজানে যে সন্ত্রাসীগোষ্ঠী ভাংচুর ও নৈরাজ্য চালাচ্ছে তার দায়ভার সাধারণ মানুষের উপর চাপিয়ে দেয়ার হীন তৎপরতার তীব্র নিন্দা জ্ঞাপন করা হয়। এছাড়াও সংখ্যালঘু সম্প্রদায়ের উপর যাতে কোন অপ্রীতিকর ঘটনা সংঘটিত না হয় সে ব্যাপারে সকলের সহযোগিতা কামনা করা হয়।