ঢাকা রবিবার ৫ অক্টোবর, ২০২৫
মো: লুৎফুর রহমান রাকিব :আজ থেকে ঠিক ৪৯ বছর আগের ১৫ তারিখের এমন মাসটির নাম ছিলো আগস্ট। ৪৯ বছর পরের ৫ তারিখের এই মাসটির নামও আগস্ট। ৪৯ বছর আগের ১৫ ই আগস্ট শেখ মুজিবের বিদায় ঘটে। ৪৯ বছর পরের ৫ ই আগস্ট শেখ হাসিনার বিদায় ঘটে। ৪৯ বছর আগের শেখ মুজিবের আমলে মারাত্মক বৈষম্য ছিলো। ৪৯ বছর পরের শেখ হাসিনার আমলেও মারাত্মক বৈষম্য ছিলো। ৪৯ বছর আগে শেখ মুজিবের সেই আমলে মতপ্রকাশে বাধা ছিলো এবং বিরোধীদের মিডিয়া ছিলো না এবং শাসন ছিলো বাকশাল। ৪৯ বছর পরের শেখ হাসিনার আমলেও হুবহু আলামত বিরাজমান ছিলো। ৪৯ বছর আগের আগস্ট মাসে শেখ হাসিনা ও শেখ রেহানা ফেরারীর মতো ছিলো। ৪৯ বছর পরের এই আগস্ট মাসেও শেখ হাসিনা ও শেখ রেহানা ফেরারী আছে। ৪৯ বছর আগে শেখ মুজিবকে যারা খুন করেন তারা সবাই ছিলেন কিন্তু মুক্তিযুদ্ধের বড় বড় সেনাবাহিনীর অফিসার। ৪৯ বছর পরে শেখ হাসিনার রাজনৈতিক বিদায় ঘটে যাদের কারণে তারাও কিন্তু বৈষম্যবিরোধী দেশপ্রেমিক মুক্তিযোদ্ধা অনড় অটল ছাত্রদের পক্ষে নেতৃত্বদানকারী অফিসার বটে। ৪৯ বছর আগে সেনাবাহিনী দ্বারা শেখ মুজিব আক্রান্ত হন। ৪৯ বছর পরে সেনাবাহিনীর কাছেই ক্ষমতা ছেড়ে শেখ হাসিনা পালিয়ে যান। ৪৯ বছর আগে শেখ মুজিবের বিদায়ে বাংলাদেশের সব মিষ্টি দোকানের মিষ্টি শেষ হয়েছিলো। ৪৯ বছর পরে শেখ হাসিনার বিদায়ে ও দেশের সব মিষ্টি দোকানের মিষ্টি শেষ হয়। শেখ মুজিব শেষ সময়টায় নিজের একাধিক ব্যক্তিগত বাহিনী গঠন করেন,ভারতপন্থী হয়ে পড়েন এবং দেশকে স্বাধীন করা বাংলাদেশ সেনাবাহিনীকে মূল্যায়ন করতেননা। শেখ হাসিনা ও নিজের একাধিক বাহিনী গঠন করেন এবং সম্পূর্ণভাবেই ভারতপন্থী হয়ে পড়েন। ৪৯ বছর আগে শেখ হাসিনা এবং শেখ রেহানা বাংলাদেশকে নিয়ে রাজনৈতিক ছিনিমিনি খেলা দেশ ভারতে আশ্রয় ছিলেন। ৪৯ বছর পরেও শেখ হাসিনা ও শেখ রেহানা বাংলাদেশকে নিয়ে রাজনৈতিক ছিনিমিনি খেলা দেশ ভারতে অবস্থান করছেন। অথচ এই ভারত মুসলমানদের গণহত্যা করেছিলো বলেই ১৯৪৭ সালে ভারত ভেঙ্গে পাকিস্তান নামক আলাদা একটা দেশের জন্ম হয়। অবাক করা অংকের দারুণ মিল যে শেখ হাসিনার জন্মও ১৯৪৭ সালে। পাকিস্তান সৃষ্টি হয় আজ থেকে ঠিক ৭৭ বছর আগে। শেখ হাসিনার বতর্মান বয়েসও ঠিক ৭৭ বছর চলছে। পাকিস্তানকে ঘৃণা করলেও শেখ হাসিনার নামটাও কিন্তু পাকিস্তানী উর্দু ভাষার। উর্দুতে “হাসিন” অর্থ সুন্দর এবং “হাসিনা” অর্থ সুন্দরী। আগস্ট মাসটি হলো ৩১ দিনে। শেখ মুজিব খুন হন আগস্ট মাসের ১৫ তারিখে। এই মাসের বাকি থাকে ১৬ দিন। বাংলাদেশটা প্রথম স্বাধীন হয় কিন্তু ১৬ ডিসেম্বর।এমনকি একনাগাড়ে জোরপূর্বক ১৬ বছর শেখ হাসিনা ক্ষমতায় ছিলেন। শেখ হাসিনার বিদায় ঘটে আগস্ট মাসের ৫ তারিখে। পিতার থেকে তারিখের ব্যবধান দিনের হিসেবে ১০ দিন।কট্রর ১০ জন আওয়ামীলীগ নেতার অপকর্ম শেখ হাসিনাকে আরো বেশী ডুবিয়েছে। পাকিস্তান থেকে ২৪ বছর পর বাংলাদেশ স্বাধীন হয়। শেখ মুজিব ও শেখ হাসিনা দুইজনে মিলে ২৪ বছর স্বাধীন বাংলাদেশে ক্ষমতায় ছিলেন।
আপনার মতামত লিখুন :