আজহারুল ইসলাম সাদী, স্টাফ রিপোর্টারঃ সাতক্ষীরা জেলখানার কারাবন্দীদের ছাত্রজনতারা সোমবার রাতে বের করে দিলেও মঙ্গলবার সকাল থেকে তারা জেলখানায় ফিরতে শুরু করেছে। কারাবন্দী ইয়াসিন, রমজান, ইয়াকুব, রাকিব, রাশেদুল, বাদশা, খায়রুল, আলম, আশরাফ হোসেনসহ যে সব কারাবন্দী, রাজনৈতিক মামলার ব্যক্তিদের জেলখানা হতে ছাত্রজনতা বের করে দিয়েছিল তারা স্বেচ্ছায় আবার জেলখানায় ফিরে এসেছে। তারা জানান ভয়ে আমরা জেলখানা হতে বের হয়ে গিয়েছিলাম। আইনের প্রতি সম্মান দেখিয়ে আমরা আবারও কারাগারে ফিরে এসেছি।
আপনার মতামত লিখুন :