ঢাকা রবিবার ৫ অক্টোবর, ২০২৫

ঢাকা রবিবার ৫ অক্টোবর, ২০২৫

জয়পুরহাটে পুলিশের গুলিতে নিহত ১, থানায় হামলা-ভাংচুর ও অগ্নিসংযোগ

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ৬ আগস্ট, ২০২৪, ৭:১৯ পূর্বাহ্ণ

মোঃ নেওয়াজ মোর্শেদ নোমান,জয়পুরহাটঃ জয়পুরহাট সদর থানায় হামলার ঘটনায় থানায় অবরুদ্ধ পুলিশেরা থানা থেকে বের হওয়ার সময় টিয়ারসেল ও গুলি বর্ষণ করলে কমপক্ষে একজন নিহত ও আরো বেশ কয়েকজন আহত হয়েছেন। পরে সেসাবাহিনীর সহযোগিতায় থানা ছেড়ে পুলিশেরা বেরিয়ে গেলে থানা ভবনে ব্যাপক ভাংচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে।সোমবার (৫ আগস্ট) রাতে এ ঘটনা ঘটে। নিহত মেহেদী (২৫) জয়পুরহাট পৌর শেখ পাড়া নতুন হাট এলাকায় আলতাব হোসেনের ছেলে।জয়পুরহাট জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মাসুদ রানা প্রধান বলেন, মেহেদী ছাত্রদল করতো। আনন্দ মিছিলের সময় পুলিশের গুলিতে আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে জয়পুরহাট ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেওয়া হলেও বাঁচানো যায়নি তাকে। এছাড়া গুরুতর আহত অবস্থায় গৌরিপাড়া এলাকার সৈকত (১৯) ও শেখ পাড়া নতুন হাট এলাকার মারুফ (১৯) কে প্রথমে জয়পুরহাট জেনারেল হাসপাতালে ও পরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।