আজহারুল ইসলাম সাদী, স্টাফ রিপোর্টারঃ সাতক্ষীরায় কোটা আন্দোলনকারীদের সাথে ছাত্রলীগের ধাওয়া ও পাল্টা ধাওয়ার ঘটনা উত্তাল সাতক্ষীরা-কালিগঞ্জ সড়ক ও সাতক্ষীরা- খুলনা মহাসড়ক সহ কোর্ট চত্বর। মঙ্গলবার এবং বুধবার শহরে এই ঘটনায় উত্তাল উত্তেজনায় মহাসড়ক। শিক্ষার্থীরা স্লোগান দিতে থাকেন কোটা দিয়ে কামলা নয় মেধা দিয়ে আমলা চাই, এমন স্লোগান দিয়ে মুখর করে তোলেন সাতক্ষীরা নারকেল তোলা মোড় হয়ে সাতক্ষীরা খুলনা রোড মোড় পর্যন্ত। সাতক্ষীরা খুলনা রোড মোড় এলাকায় কিছু সময় অবস্থান করার পর সাতক্ষীরা সরকারি কলেজ অভিমুখে ফেরার সময় ছাত্রলীগের বাধার সম্মুখীন হন আন্দোলনকারী শিক্ষার্থীরা। বুধবার দুপুরে খুলনা রোর্ড মোড় ও কোর্ট চত্বরে শিক্ষার্থীদের আন্দোলনে বাঁধা দিতে লাঠিসোটা ইট পাঠকের নিয়ে ছাত্রলীগের কর্মীরা তেড়ে আসলে শিক্ষার্থীদের তোপের মুখে পড়ে পিছু হটতে বাধ্য হয় ছাত্রলীগের কর্মীরা। কোটা আন্দোলনকারী ও ছাত্রলীগের নেতাকর্মীরা দীর্ঘসময় অত্রালাকায় অবস্থান করে। দুইপক্ষই স্লোগান দিতে থাকে। এসময় উত্তেজনাকর পরিস্থিতি তৈরী হয়। তবে দুই পক্ষের মুখোমুখি সংঘর্ষ হবার আগেই পুলিশের হস্তক্ষেপে উভয়পক্ষকে নিবৃত্ত করা হয়। শিক্ষার্থীরা বলেন, আমরা তো কোটা বাতিল চাইনি। বিদ্যমান কোটা ব্যবস্থার সংস্কার চেয়েছি। সুষম বণ্টন চেয়েছি, কোটা সংস্কারের দাবিতে কঠোর ভাবে অবস্থান নিবো এবং সকল শিক্ষার্থীকে এই আন্দোলনে যোগ দেওয়ার আহবান জানাচ্ছি। ছাত্রলীগ কর্মীরা বলেন, কোটা আন্দোলন নামে দেশে জামাত-বিএনপি’র সন্ত্রাসীরা সাধারণ মানুষের জানমালের ক্ষতি না করতে পারে সেজন্য আমরা অবস্থান কর্মসূচি পালন করেছি।
আপনার মতামত লিখুন :