ঢাকা রবিবার ৫ অক্টোবর, ২০২৫
ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট উন্নত বালায় পাঁ রেখেছে হাসিনার বাংলাদেশ।
বর্তমানে দেশে ব্যাপক উন্নয়ন দৃশ্যমান হলেও গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার ধোপাডাঙ্গা ইউনিয়নের বজরা হলদিয়া মৌজার মধ্যপাড়া থেকে পূর্ব বজরা হলদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত ২ হাজার জনসাধারণের চলাচলের রাস্তাটি আজও পাকাকরণ করা হয়নি।
সামান্য একটু বৃষ্টি হলেই মালকাচা মেরে রাস্তায় চলাচল করতে হয় পথচারীদের।
শুধু তাই নয়, আজকের শিশু আগামীদিনের ভবিষ্যৎ, পূর্ব বজরা হলদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষিকা ও কোমলমতি শিক্ষার্থীসহ বজরা হলদিয়া দাখিল মাদ্রাসার শিক্ষার্থী ও বজরা হাতিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের চলাচলে ব্যাপক দুর্ভোগ সৃষ্টি করেছে জনসার্থের রাস্তাটি। এই জনদূর্ভোগ সৃষ্টি কারী রাস্তাটির কারণে শিক্ষা থেকে পিছিয়ে পরছে পুরো এলাকার কোমলমতি শিক্ষার্থীরা।
এর অন্যতম কারণ সামান্য একটু বৃষ্টি হলেই রাস্তাটিতে ৩/৪ দিন চলাচলের উপযোগী থাকেনা।
শুধু তাই নয় অন্যদিকে দারিদ্র্য এলাকাটির বেশ কিছু পরিবারের আয়ের একমাত্র ভরসা ভ্যান গাড়ি।
এই সকল পরিবার ঐ রাস্তায় জীবিকার এক মাত্র ফরসা ভ্যান গাড়ি বাড়ি থেকে বাহির করতে পারেনা।
ফলে অর্থ সংকটে ভুক্তে হয় ঐ সকল পরিবার-কে।
সব থেকে বেশি দুশ্চিন্তায় থাকতে হয় ঐ রাস্তায় চলাচল নির্ভর মানুষগুলোর।
এ বিষয়ে সুধী মহলের অভিযোগ, বিগত দিনে আমাদের দেশ অর্থনীতিতে স্বাবলম্বী ছিল না।
পরে আমাদের দেশ ডিজিটাল দেশ হিসেবে স্বীকৃতি পেলেও অবহেলিত রাস্তাটির দিতে কেউ ভালো চোখে তাকায়-নি।
বর্তমানে আমাদের দেশ ডিজিটাল বাংলা থেকে স্মার্ট উন্নত বাংলায় পাঁ রেখেছে।
তার পরে-ও কেন জনসাধারণের একমাত্র ভরসা রাস্তাটির দিকে কেউ ভালো চোখে তাকাচ্ছে না।
অথচ বজরা হলদিয়া মধ্যপাড়া টু পূর্ব বজরা হলদিয়া রাস্তাটির মাথায় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে।
বিদ্যালয়টির নাম পূর্ব বজরা হলদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়।
আপনার মতামত লিখুন :