ঢাকা রবিবার ৫ অক্টোবর, ২০২৫
তাড়াশে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস ২০২৩ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জের তাড়াশে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস ২০২৩ উপলক্ষে র্ালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
নির্ভুল জন্ম-মৃত্যু নিবন্ধন করব – শুদ্ধ তথ্যভান্ডার গড়বো এই শ্লোগান নিয়ে ৬ সেপ্টেম্বর শুক্রবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মোঃ সোহেল রানার সভাপতিত্বে এ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৬৪ সিরাজগঞ্জ ৩ তাড়াশ রায়গঞ্জ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা.মো.আব্দুল আজিজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মনিরুজ্জামান মনি, তাড়াশ পৌরসভার মেয়র মো.আব্দুর রাজ্জাক, সহকারী কমিশনার ভূমি খালিদ হাসান,তালম ইউপি চেয়ারম্যান আব্দুল খালেক,বারুহাস ইউপি চেয়ারম্যান মোঃ ময়নুল হক,সগুনা ইউপি চেয়ারম্যান জুলফিকার আলী ভুট্ট,মাগুড়া বিনোদ ইউপি চেয়ারম্যান মেহেদী হাসান ম্যাগনেট,মাধাইনগর ইউপি চেয়ারম্যান হাবিলুর রহমান হাবিব,দেশীগ্রাম ইউপি চেয়ারম্যান জ্ঞানেন্দ্রনাথ মাহাতো,সদর ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. আকতার হোসেনসহ ইউপি সচিব ও সাংবাদিকবৃন্দ ।
আপনার মতামত লিখুন :