ঢাকা সোমবার ৭ই জুলাই, ২০২৫

ঢাকা সোমবার ৭ই জুলাই, ২০২৫

শ্রীপুরে নিজ বাসায় মধ্যরাতে হুমকির মূখে সংবাদকর্মী আশরাফুল আলম সরকার

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৮ জুলাই, ২০২৪, ১১:১৬ অপরাহ্ণ

মোঃ মাহাবুব আলম,স্টাফ রিপোর্টারঃ গত শনিবার ৬ জুলাই মধ্যরাতে দৈনিক বাংলার দূত পত্রিকার বিশেষ প্রতিনিধি আশরাফুল আলম সরকারের শ্রীপুরের মাওনায় টিনসেড বাড়িতে অজ্ঞাত কয়েকজন টিনসেডে একাধিকবার আঘাত ও অশ্লীল ভাষায় গালিগালাজ সহ আশরাফুল আলম সরকার ও তার বড় সন্তান নাঈম সরকারের নাম ধরে বিভিন্ন ভয়বীথি সহ হুমকি দিয়ে চলে যায়।

হামলা ও হুমকিদাতাদের বিরুদ্ধে অজ্ঞাতনামা কয়েকজনকে বাদী করে শ্রীপুর থানায় একটি অভিযোগ করেন সাংবাদিক আশরাফুল আলম সরকার।

আশরাফুল আলম সরকার বলেন, কে বা কাহারা শনিবার মধ্য রাতে আমার টিনসেড বাড়িতে আমার ভাড়াটিয়ার রুমের পাশের একটি টিনে একাধিকবার আঘাত করে, আমার নাম সহ আমার বড় ছেলের নাম ধরে বিভিন্ন ভয়বিথী ও এক পর্যায়ে হুমকি দিয়ে চলে যায়, আমি আমার পরিবার ও ভাড়াটিয়া সহ বাহির হলে কাউকে দেখতে পায় নি। আমি আমার পরিবার ও আমার জানমালের নিরাপত্তার জন্য শ্রীপুর থানায় একটি অভিযোগ করেছি। শ্রীপুর থানার প্রশাসনের কাছে আমিসহ আমার পরিবারের নিরাপত্তার দাবি জানাচ্ছি, এবং কে বা কাহারা এই কাজ করেছে তাদের কে অতি শীঘ্রই আইনের আওতায় এনে শাস্তির দাবী জানাচ্ছি স্হানীয় প্রশাসনের প্রতি।