ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধিঃ ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় বাস পিকআপ মুখোমুখি সংঘর্ষে পিকআপের ড্রাইভার ও হেলপার ঘটনাস্থলে নিহত হয়েছেন এ সময় কমপক্ষে বাসের ১৫ জন যাত্রী আহত হয়েছেন। বিষয়টি নিশ্চিত করেন ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশ। শুক্রবার দুপুরে ফরিদপুর-বরিশাল মহাসড়কের উপজেলার পুখুরিয়া নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হচ্ছে- পাবনা জেলা সদরের নাজিরপুর এলাকার মৃত্যু আফাই প্রামাণিকের ছেলে রাজু প্রামানিক(৩০), আরেকজন এই গাড়ির হেলপার একই এলাকার রওশন আলীর ছেলে সুজন (২৯)। প্রত্যক্ষ সূত্রে জানা যায়, ফরিদপুর থেকে ঢাকা গামী গোল্ডেন লাইন পরিবহনের একটি যাত্রীবাহীবাস ( ঢাকা মেট্রো ব-১৫-০২১১ ও ঢাকা থেকে পাবনা গামী এক টনের একটি মিনি পিকআপ (ঢাকা মেট্রো ড-১২-৩৪১৫) ঘটনাস্থলে মুখোমুখি সংঘর্ষ ঘটলে ঘটনাস্থলে পিকআপ ড্রাইভার ও হেলপার নিহত হয়েছেন। পিকআপ ড্রাইভারের মরদেহ পিকাপের ভিতর প্রায় চার ঘন্টা আটকা পড়ে থাকে পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা স্থানীয়দের প্রচেষ্টায় মরদেহ বের করেন। অপরদিকে গোল্ডেন লাইন পরিবহনের অন্তত পক্ষে ১৫ জন যাত্রী আহত হয়েছেন। আহতদের ভাঙ্গা ও ফরিদপুর হাসপাতলে চিকিৎসা দেওয়া হয়েছে। স্থানীয়রা আরো জানান, গোল্ডেন লাইন পরিবহনের বাসটি বেপরোয়া গতিতে চালিয়ে পিকআপককে চাপা দেয় এবং ওই অবস্থাই খাঁদে পড়ে যায়। পিকআপটি সম্পূর্ণ বাসের নিচে চাপা পড়ে দুমড়ে মুছড়ে যায়। উদ্ধার তৎপরতায় চলাকালীন সময়ে প্রায় দুই ঘন্টা যান চলাচল বন্ধ থাকে। তখন চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা। এ ঘটনায় ভাঙ্গা হাইওয়ে থানার ওসি খাইরুল আনাম জানান, বাস পিকআপ মুখোমুখি সংঘর্ষে এই দুর্ঘটনাটি ঘটেছে তবে পিকআপের ড্রাইভার ও হেলপার ঘটনাস্থলের নিহত হন। তাদের বাড়ি একই এলাকার পাবনা জেলায়। বর্তমান মহাসড়ক যান চলাচল স্বাভাবিক রয়েছে। মামলা প্রক্রিয়াধীন।
আপনার মতামত লিখুন :