ঢাকা রবিবার ৫ অক্টোবর, ২০২৫
মোঃ নাজমুল মোরেলগঞ্জ প্রতিনিধিঃ বাগেরহাটের মোরেলগঞ্জে নারীদের আত্মকর্মসংস্থান বৃদ্ধিতে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ৮০ জন নারীকে স্মার্ট উপহার ‘ল্যাপটপ’ বিতরণ করা হয়েছে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের আয়োজনে বৃহস্পতিবার (৪ জুলাই) সকালে উপজেলা মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার এস. এম. তারেক সুলতান।অনুষ্ঠানে ৮০ জন নারীকে এ ল্যাপটপ দেয়া হয়। দুই মাস ১৫ দিনের প্রশিক্ষণ শেষে এ সকল নারীদের হাতে আয় সহায়ক এ ল্যাপটপ তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ লিয়াকত আলী খান, এ সময় বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন,সহকারী কমিশনার (ভূমি) মোঃ বদরুদ্দোজা,আইসিটি অফিসার ত্রিদিপ সরকার,উপজেলা অ্যাকাডেমিক সুপারভাইজার বাকি বিল্লাহ,উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ রাসেল হাওলাদার, মহিলা ভাইস চেয়ারম্যান আজমিন নাহারসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী এবং সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। উপজেলা আইসিটি অফিসার ত্রিদিপ সরকার বলেন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের আওতায় হার পাওয়ার প্রকল্পের মাধ্যমে নারীদের আত্মকর্মসংস্থান বৃদ্ধিতে দ্বিতীয় দফায় ৮০ জন নারীকে ল্যাপটপ দেয়া হয়েছে। ল্যাপটপ প্রদানের আগে তাদেরকে আড়াই মাসের প্রশিক্ষণ দেয়া হয়েছে। আর এর আগে ২৫ জনকে দেয়া হয় ল্যাপটপ। হার পাওয়ার প্রকল্পের আওতায় মোট ১৮৫ জন নারীকে এ ল্যাপটপ প্রদাণ করা হবে। এছাড়া প্রকল্পের মেয়াদ বাড়লে আরও বেশি সংখ্যক নারীদের আত্মকর্মসংস্থান বৃদ্ধিতে প্রশিক্ষণের পাশাপাশি ল্যাপটপ বিতরণ করা হবে বলেও জানান তিনি।
আপনার মতামত লিখুন :