আজহারুল ইসলাম সাদী, স্টাফ রিপোর্টারঃ সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে উন্নয়নে প্রকল্প গ্ৰহণ করা হয়েছে জানিয়ে নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী জানিয়েছেন এ প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ১১৭০ কোটি টাকা। বৃহস্পতিবার (৪ জুলাই) দুপুরে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর সম্মেলন কক্ষে ভোমরা ই-পোর্ট ম্যানেজমেন্ট সিস্টেমের উদ্বোধন অনুষ্ঠানে, স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান মোঃ জিল্লুর রহমান চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। প্রধান অতিথির বক্তৃতায় তিনি বলেন, ভোমরা স্থলবন্দরে বিদ্যমান সমস্যাগুলো সবই সমাধান করা হবে। ১১শ ৭০ কোটি টাকার যে প্রকল্প গ্ৰহণ করা হয়েছে সেটা বাস্তবায়ন হলে আর কোনো সমস্যা থাকবেনা? এটাই হবে প্রাণ কেন্দ্র হিরো পোর্ট। তিনি ব্যবসায়ীদের উদ্যেশ্যে বলেন, এ বন্দর আপনাদের এটির দেখভাল করার দায়িত্ব আপনাদের, এখানে কোন সংকট দেখা দিলে ব্যবসায়ীরা মুখ ফিরিয়ে নেবে। মাননীয় প্রধানমন্ত্রী ২০০১ সাল শৃঙ্খলা ফিরিয়ে আনতে স্থলবন্দর কর্তৃপক্ষ কর্তৃপক্ষ গঠন করেন, যা ২৪ বছরে বন্দরের উন্নয়নে কাজ করে যাচ্ছে। এখন কোথাও কোন বিশৃঙ্খলা নেই। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা (৩) আসনের সংসদ সদস্য সাবেক স্বাস্থ্যমন্ত্রী ডা আ ফ ম রুহুল হক, সাতক্ষীরা (২) আসনের সংসদ সদস্য আশরাফুজ্জামান আশু, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য লায়লা পারভীন সেঁজুতি, সুইস কন্ট্রাক্টটর কান্ট্রি ডিরেক্টর মুজিবুল হাসান, সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবীর, পুলিশ সুপার মতিউর রহমান সিদ্দিকী, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মশিউর রহমান বাবু, ভোমরা সি এন্ড এফ এজেন্ট অ্যাসোসিয়েশনের ভারপ্রাপ্ত সভাপতি এজাজ আহমেদ স্বপন, সাধারণ সম্পাদক মাকসুদ হোসেন প্রমুখ।
আপনার মতামত লিখুন :