মোঃ শাহিন মিয়া, স্টাফ রিপোর্টার: শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ নীলফামারী জেলার কিশোরগঞ্জ সদর ইউনিয়ন শাখার কমিটি অনুমোদন দিয়েছে কিশোরগঞ্জ উপজেলা শাখা কমিটি। বুধবার রাতে সংগঠনের সভাপতি মিটুল ইসলাম ও আজাদ হোসেন আওলাদ মিয়ার স্বাক্ষরিত কমিটিতে শেখ সাদি সভাপতি, মুহিদ ইসলাম সম্রাট সহ সভাপতি ও শিহাব হোসেন সাধারণ সম্পাদক করে ৩ সদস্য বিশিষ্ট আগামী এক বছরের জন্য কমিটি অনুমোদন দেওয়া হয় এ ব্যাপারে নতুন কমিটির সভাপতি শেখ সাদি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার ভিশন বাস্তবায়নের লক্ষ্যে প্রতিটি ওয়ার্ড , গুলোতে কমিটি গঠন করার মাধ্যমে নেতৃত্ব তৈরি করব। জাতির পিতা বঙ্গবন্ধুর দর্শন, মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরব এবং সকলের সহযোগীতায় শিশু কিশোরদের অধিকার ও শিশু নির্যাতন রোধে কাজ করবো। উল্লেখ্য, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শহীদ শেখ রাসেলের নামে প্রতিষ্ঠিত সংগঠন শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ মাননীয় প্রধানমন্ত্রী ও আওয়ামীলীগ সভানেত্রী শেখ হাসিনার প্রত্যক্ষ দিকনির্দেশনায় পরিচালিত হয়।
আপনার মতামত লিখুন :