ঢাকা রবিবার ৫ অক্টোবর, ২০২৫
কেন্দীয় ছাত্রলীগের উপ-ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক নির্বাচিত হওয়ায়৷ সীমান্ত লোদীকে শাহজাদপুরে সংবর্ধনা
শাহজাদপুর পৌর মেয়র মনির আক্তার খান তরু লোদীর পুত্র ইয়ালিদ খান লোদী (সীমান্ত) বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের উপ-ত্রান ও দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক নির্বাচিত হওয়া শাহজাদপুরে সংবর্ধনা দেওয়া হয়েছে।শুক্রবার এ সংবর্ধনা দেওয়া হয়।সীমান্ত লোদী ঢাকা থেকে আগমন উপলক্ষে বিকেলে বিশাল মটর সাইকেল বহর নিয়ে গাড়াদহ থেকে তাকে অভ্যর্থনা জানানো হয় এবং ফুলেল সংবর্ধনা দেওয়া হয়।শাহজাদপুরে পৌছে মটর সাইকেল শোভাযাত্রা নিয়ে শহরের দরগাহপাড়া হযরত মখদুম শাহ দৌলা (রঃ)ইয়ামেনীর মাজার জিয়ারত করেন। পরে উপজেলায় অবস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুরালে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে দলীয় কার্যালয়ে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে সমাপ্তি হয়।
তার এ আগমন উপলক্ষে সকাল থেকেই তার নিজ বাড়ীতে মানুষের উপস্থিতি শুরু হয়।
আপনার মতামত লিখুন :