ঢাকা মঙ্গলবার ৭ অক্টোবর, ২০২৫
মোঃ রাওফুল বরাত বাঁধন ঢালী: লালমনিরহাট সদর, উপজেলায় ঘন্টার পর ঘন্টা বিদ্যুৎতের লোডশেডিং অতিষ্ট হয়ে উঠেছে লালমনিরহাট জেলা বাসী । ভ্যাপসা পরা আম কাঁঠাল পাকানো গরম। তাপমাত্রা বেড়ে গেছে, তাঁর পরে ও প্রতিদিন বেড়ে চলেছে বিদ্যুৎতের ভয়ানক লোডশেডিং,রাত আর দিন নাই, বিদ্যুৎ অফিসের ভেল্কীবাজিতে অতিষ্ট হয়ে উঠেছে সদর উপজেলা সহ পুরো জেলাবাসী, শহর থেকে শুরু করে গ্রামবাসী পর্যন্ত। অতিষ্ঠ হয়ে পরেছে নেসকোর উপর। দিনে মাথার উপর উতপ্ত সূর্য তো আছেই, ঘন্টায় ঘন্টায় উধাও হয়ে যায় বিদ্যুৎ আর রাতের বেলায় ঘরের ভেতর বাতাসের ভ্যাপসা অনুভূতি, স্বস্তি মিলছেনা দিনে বা রাতে কোথা ও। দুপুর , বিকেল, সন্ধ্যা রাত কিংবা ভোর কোনও নিয়ম মানছেনা বিদ্যুৎ চোরেরা,তাঁরা সাধারণ জনগণের সাথে চোর পুলিশ খেলছে যাকে বলে লুকোচুরি। গত সোমবার মঙ্গলবার এবং আজ বুধবার সরেজমিনে ঘুরে জানা গেছে সদর উপজেলার বিভিন্ন যায়গায় সারা রাত ছিলনা বিদ্যুৎ।ভ্যাপসা গরমের মধ্যে দফায় দফায় লোডশেডিংয়ে সাধারন মানুষের মাঝে ক্ষোপ দেখা দিয়েছে। বিদ্যুৎতের লোডশেডিংয়ের কারনে বিপাকে পড়েছে ব্যাটারি চালিত অটো, অটো রিক্সাচালক, ব্যাবসাহি এবং বাদ যায়না শ্রমিকেরাও। এখন নেক্সো প্রতিনিয়তই কেড়ে নিচ্ছে রাতের ঘুম। সারাদিন পরিশ্রম করে রোজগার শেষে বাসায় গিয়ে একটু স্বস্তির আশা করেণ সাধারণ জনগণ, কিন্তু বিদুৎতের দেখা মিলছেনা কোন ভাবেই। বিদ্যুৎতের দুর্ভোগ আর সহ্য করতে পারছেনা সাধারণ জনগণ । এবিষয়ে লালমনিরহাটের বিদ্যুৎ অফিসে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে অফিস কর্মরত অফিসার বলেন, পাওয়ার স্টেশন থেকে বিদ্যুৎ পাইনা যার কারনে লোডসেডিং করতে হচ্ছে চাহিদার তুলনায় সর্বরাহ কম তাই দুই তিন দিন পর্যন্ত লোড সেডিং চলবে বলে জানান তাঁরা। তবে ত্রুটির সমাধানে কত দিন লাগবে তা জানাননি নেস্কো কর্তৃপক্ষ তার পরে তো আছেই তাদের কাল্পনিক বিল ভাওচার জুলুম। সাধারণ জনগণের দাবি নেক্স কোম্পানির হাত থেকে বিদুৎ বিভাগ কে নিয়ে আরো শক্তি শালী কোম্পানি কে দেওয়া হোক এতে হয়তো ভোগান্তি কমবে সাধারণ জনগণের। গত মঙ্গলবার ৮ঘন্টা বিদুৎ বিহীন ছিল লালমনিরহাট জেলা রেল বিভাগ, সাধারণ জনগণ এ বিষয়ে তীব্র নিন্দা জানান এবং সরকারের কাছে দাবি জানান নেস্কোকে বিদ্যুতের কারেন্টের দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে নতুন কোন শক্তিশালী প্রতিষ্ঠানকে দেয়া হোক এতে সাধারণ জনগণ শান্তি পাবে এবং সাধারণ জনগণের কাছে সরকারের ভাবমূর্তি আরো উজ্জ্বল হবে। দৈনিক কলমযোদ্ধা।
আপনার মতামত লিখুন :