ঢাকা শনিবার ৪ অক্টোবর, ২০২৫
টঙ্গীতে টাকা ফেরত নেওয়ার পরেও অপপ্রচার করছে কূ-চক্রী মহলএর তীব্র নিন্দা ও প্রতিবাদ।
গাজীপুর মহানগর টঙ্গী পূর্ব থানাধীন কেরানিরটেকে মোঃ আলাউদ্দিন নামের এক ব্যক্তির টাকা নেওয়া একটি ভিডিও ফেসবুক প্রচার করছে একটি কূ-চক্রী মহল। সেই সাথে টঙ্গীর একজন রাজনৈতিক ব্যক্তির ছবি ব্যবহার করে আজেবাজে কথা লিখে পোস্ট করছে। এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ভূক্তভোগী আলাউদ্দিন। এ বিষয়ে ভুক্তভোগী আলাউদ্দিনের সাথে কথা হলে তিনি বলেন আমি একজন কোর্টের মোহরী।আমার এলাকা টঙ্গীর কেরানিরটেক বস্তি থেকে রুনা নামের এক মহিলাকে গ্রেফতার করে পুবাইল থানা পুলিশ।পরে রুনার পরিবারের লোকজন রুনাকে জামিন করার জন্য আমাকে টাকা দেয়। আমি যথা সময়ে জামিন করতে না পেরে রুনার পরিবারের নিকট টাকা ফেরত দেই। তবে কে বা কাহারা ভিডিও করে আজেবাজে কথা লিখে ফেসবুকে পোস্ট করে আমার এবং আমার পরিবারের সম্মান নষ্ট করছে। আই এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। একটি কূ-চক্রী মহল আমার সাথে সাথে টঙ্গীর এক যুবলীগ নেতার ছবি দিয়ে বিভিন্ন আজেবাজে কথা লিখে তাঁর সম্মান নষ্ট করার চেষ্টা করছে। এই সকল ফেসবুক আইডির বিরুদ্ধে আদালতে মানহানীর মামলা প্রক্রিয়াধীন। আমাকে অনেকেই ফোন করে বিষয়টি জানতে চেয়েছে আমি তাদেরকে বলেছি যে, আমি একজন মোহরী রুনাকে জামিন করার জন্য টাকা দিয়ে ছিল, জামিন করতে না পারায় টাকা ফেরত দিয়েছি। কিন্তু একটি কূ-চক্রী মহল এই ভিডিও নিয়ে বিভিন্ন ভাবে আমাকে হয়রানী করার চেষ্টা করছে। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
আপনার মতামত লিখুন :