ঢাকা সোমবার ৭ই জুলাই, ২০২৫
বিশ্ব শিক্ষক দিবসে উপলক্ষে জেলা পুলিশ সুপার উপহার পাঠালেন শ্রেষ্ঠ শিক্ষকের জন্য
বৃহস্পতিবার (০৫ অক্টোবর) বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে মৌলভীবাজার জেলার পুলিশ সুপার মো. মনজুর রহমান পিপিএম (বার) জেলার বিভিন্ন উপজেলার গুণী শিক্ষকের বাড়িতে স্থানীয় ওসিদের মাধ্যমে ফল ও ফুল পাঠিয়ে শুভেচ্ছা জানান।এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার রাত ৮টায় বড়লেখা উপজেলার দাসেরবাজার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দীপক রঞ্জন দাসের বাসায় জেলা পুলিশ সুপার মো. মনজুর রহমান পিপিএম (বার) এর পক্ষে ডালাভর্তি ফল ও ফুল নিয়ে হাজির হন থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. ফরিদ উদ্দিন।এসময় থানার সেকেন্ড অফিসার এসআই হাবিবুর রহমান পিপিএম প্রমুখ উপস্থিত ছিলেন।উল্লেখ্য যে, দাসেরবাজার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দীপক রঞ্জন দাস গত বছরের বন্যায় আশ্রয় কেন্দ্রে অবস্থানরত পরিবারের শিক্ষার্থীদের স্বেচ্ছায় পাঠদান করিয়েছেন। বিষয়টি নিয়ে বিভিন্ন জাতীয় ও স্থানীয় গণমাধ্যমে সংবাদ প্রকাশ হয়। এ কাজের স্বীকৃতি স্বরুপ প্রথম আলো-আইপিডিসি ‘‘প্রিয় শিক্ষক সম্মাননা’’ পেয়েছেন দীপক রঞ্জন দাস। এছড়া তিনি জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৩ এর প্রতিযোগিতায় মৌলভীবাজার জেলায় শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হন।
আপনার মতামত লিখুন :