ঢাকা সোমবার ৭ই জুলাই, ২০২৫
এক নজরে গণমাধ্যম ও মানবাধিকার সংস্থা ন্যাশনাল প্রেস সোসাইটি এনপিএস
ন্যাশনাল প্রেস সোসাইটি (এনপিএস) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত গণমাধ্যম ও মানবাধিকার সংস্থা l গভার্নমেন্ট রেজিস্ট্রেশন নম্বর S-7006 তারিখ : ২-৯-২০০৭ l
সংস্থার ধরন:
অরাজনৈতিক ও অলাভজনক l সংবাদ মাধ্যম ও মানবাধিকার এবং আইন সহায়তা বিষয়ক l
সাংগঠনিক মর্যাদা :
সাংবিধানিকভাবে গণমাধ্যম ও মানবাধিকার সংস্থা সকল সংস্থার মূল (রুট অফ অল অর্গানাইজেশন অর্থাৎ মাদার অর্গানাইজেশন ) l
গণমাধ্যমকে রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ বলা হয় এবং গণমাধ্যমের সাথে জড়িত ব্যক্তিগণকে জাতির বিবেক বলা হয় l গণমাধ্যমের সাথে সম্পৃক্ত সংবাদ প্রচার ও প্রকাশ মাধ্যমকে জাতির আয়না বলা হয় l
মানবাধিকার:
পাঁচ ভাগে বিভক্ত :- A :
1.নাগরিক অধিকার 2. রাজনীতি অধিকার I
B: 1. অর্থনৈতিক অধিকার 2. সামাজিক অধিকার ও 3. সাংস্কৃতিক অধিকার l NPS এ আছে গণমাধ্যম গণতন্ত্র ও মানবাধিকার l মানবাধিকার আছে সুশাসন ও ন্যায়বিচার l রাষ্ট্র পরিচালনার দিকনির্দেশনা l সুতরাং সাংগঠনিক মর্যাদায় মানবাধিকার সংগঠনকে সকল সংগঠনের ঊর্ধ্বে মর্যাদা সম্পন্ন হিসেবে পরিগণিত হয় l (তবে রাজনৈতিক প্রেক্ষাপট ভিন্ন )l
প্রধান কার্যালয়:
ঢাকায় অবস্থিত l
কর্মক্ষেত্র:
দেশ ও দেশের বাহিরে (আন্তর্জাতিক ও সার্বজনীন বিশ্ব ) l
রেজিস্ট্রেশন :
সংস্থাটি ২০০৭ সালের সেকেন্ড সেপ্টেম্বরে বাণিজ্য মন্ত্রণালয়ের আওতাধীন জয়েন্ট স্টক কোম্পানি এন্ড ফার্ম লিঃ এর SOCIETY ACT এ 21 (একুশ) ধারা মোতাবেক রেজিস্টার প্রাপ্ত l যার রেজিস্ট্রশন নম্বর S-7006 (194)/07 I সংস্থাটি রেজিস্ট্রার প্রাপ্ত হওয়ার পর হতে গঠনতন্ত্র মোতাবেক বাংলাদেশ সরকারের আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়,স্বরাষ্ট্র মন্ত্রণালয়,সমাজ কল্যাণ মন্ত্রণালয়,বিমান ও পর্যটন বিষয়ক মন্ত্রণালয় ও বাংলাদেশ জাতীয় মানবাধিকার কমিশনকে লিখিত অবগত করে দেশব্যাপী কার্যক্রম শুরু করে l
তাছাড়াও সংস্থাটি সর্বোপরি সাংস্কৃতিক মন্ত্রণালয়ের কপিরাইট আইনের লোগো ও শিরোনাম নিবন্ধিত l
কার্যনির্বাহী পরিষদ :
২১ সদস্য সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কার্যনিবাহী পরিষদ এবং চেয়ারম্যান মহোদয় কার্যনির্বাহী পরিষদের প্রধান l
মানবতার পক্ষে প্রত্যেক কার্যকরী পর্ষদের স্বাধীনভাবে কাজ করার সুযোগ রহিয়াছে ( বিশেষ ক্ষেত্রে পর্ষদগণ কার্যকরী ভূমিকা পালন করে থাকে)।
আপনার মতামত লিখুন :