ঢাকা মঙ্গলবার ৭ অক্টোবর, ২০২৫

ঢাকা মঙ্গলবার ৭ অক্টোবর, ২০২৫

হালিম মিয়া স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে বিরাট রশিটান খেলা অনুষ্ঠিত

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ১৯ জুন, ২০২৪, ৯:৫১ পূর্বাহ্ণ

আনোয়ার হোসেন, স্টাফ রিপোর্টার:  টাঙ্গাইল মির্জাপুর ভাওড়া ইউনিয়নে হালিম মিয়া স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে বিরাট রশিটান খেলা অনুষ্ঠিত হয়। ১৮ জুন ২০২৪ ইং মঙ্গলবার ঈদুল আজহার পরের দিন বিকাল ৪ ঘটিকার সময় হালিম মিয়া মিনি স্টেডিয়াম ফতেপুর পাইখার (ভাওড়া মোড়) অনেক জাঁকজমকপূর্ণ রশিটান খেলা শুরু হয়। বিশিষ্ট সমাজ সেবক ফতেপুর ভাওড়া, জনাব মোঃ বদর উদ্দিন এর সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ শওকত হোসেন ,চেয়ারম্যান পদপ্রার্থী ভাওড়া ইউনিয়ন। উদ্বোধক ছিলেন জনাব মোঃ দরবেশ আলী, বিশিষ্ট সমাজ সেবক ফতেপুর ভাওড়া মির্জাপুর টাঙ্গাইল । প্রধান পৃষ্ঠপোষক এডভোকেট জনাব মোঃ মিনহাজ আলি জজ কোর্ট টাঙ্গাইল । সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন জনাব মোঃ লিটন মাহমুদ ইউপি সদস্য ৩ নং ওয়ার্ড ভাওড়া ইউনিয়ন পরিষদ। জনাব মোঃ আনোয়ার হোসেন, প্রভাষক লায়ন ফেরদৌস আলম ফিরোজ কলেজ । জনাব মোঃ শফিকুল ইসলাম নুরু, বিশিষ্ট সমাজ সেবক ফতেপুর ভাওড়া। জনাব ইঞ্জিনিয়ার মোঃ আবুল কালাম আজাদ , গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় ঢাকা। সঞ্চালনায় ছিলেন জনাব মোঃ জাহিদ সরকার বিশিষ্ট ব্যবসায়ী ।

আরে উপস্থিত ছিলেন বিশেষ অতিথি সম্মানিত অতিথিবৃন্দ বিভিন্ন এলাকা থেকে আগত শত শত দর্শকবৃন্দ । এ সময় প্রচুর মহিলা দর্শক চতুর্দিকে উপস্থিত ছিলেন ।
ইউপির সদস্য জনাব মোঃ লিটন মাহমুদ সুন্দর ও গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন ।তিনি বলেন এলাকার যুব সমাজ নতুন এই মাঠ পেয়ে অনেক উজ্জীবিত এবং খুশি । তিনি এলাকার যুব সমাজকে মাঠে প্রতিদিন খেলাধুলা করার পরামর্শ দেন ।
এডভোকেট মিনহাজ আলি বলেন ঈদের আনন্দ কে সকলের দ্বারপ্রান্তে পৌঁছে দেওয়ার জন্য আমরা এরকম একটি সুন্দর রশি টানাটানি খেলা আয়োজন করে থাকি । সকল বক্তাগণ তাদের বক্তব্য বলেন এত সুন্দর আয়োজন করার জন্য আয়োজক বৃন্দদের ধন্যবাদ জ্ঞাপন করেন এবং প্রতি বছর যেন এরকম আয়োজন অব্যাহত থাকে সেই আশা প্রকাশ করেন। রাশিটান খেলার চারটি দল অংশগ্রহণ করেন।পরে ফাইনাল রশি টানাটানি খেলায় বুধিরপাড়া দলকে পরাজিত করে বিজয়ী দল ফতেপুর ভাওড়া দলকে বিজয়ী চ্যাম্পিয়ন ট্রফি ফ্রিজ প্রদান করা হয়।