ঢাকা রবিবার ৫ অক্টোবর, ২০২৫

ঢাকা রবিবার ৫ অক্টোবর, ২০২৫

নবীগঞ্জে ফুঁ দিয়ে বরকত বাড়ানোর কথা বলে বৃদ্ধ মহিলা কাছ থেকে ৬০হাজার টাকা নিয়ে উধাও প্রতারক চক্র

স্বপন রবি দাশ,হবিগঞ্জ জেলা প্রতিনিধি: প্রকাশিত: বৃহস্পতিবার, ৫ অক্টোবর, ২০২৩, ১১:৪৩ অপরাহ্ণ

হবিগঞ্জের নবীগঞ্জে ফুঁ দিয়ে বরকত বাড়ানোর কথা বলে এক বৃদ্ধ মহিলা টাকা নিয়ে সটকে পড়েছে প্রতারক চক্র। গতকাল বৃহস্পতিবার দুপুরে নবীগঞ্জ পৌরসভার ফুলকলি সামনে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, ইসলামি ব্যাংক থেকে ৬০ হাজার টাকা উত্তোলন করেন। বৃদ্ধ মহিলার ছেলের বউ সৌদি আরব থেকে ইসলামি ব্যাংকে এই টাকা পাঠয়েছিল।এজন্য তিনি এই টাকা তুলার জন্য ব্যাংকে আসেন।তারপর কিছু প্রতারক চক্র বৃদ্ধ মহিলাকে ফুঁ দিয়ে বরকত বাড়ানোর কথা বলে তার টাকার ‍পর নজর গেলে তা আত্মসাতের পরিকল্পনা আঁটে চক্রটি। ব্যাংক থেকে বের হওয়ার পর টাকায় বরকত বাড়ানোর কথা বলে ওই বৃদ্ধ মহিলা টাকাগুলো এক প্রতারকের হাতে দিতে বলেন অন্য প্রতারকরা। প্রতারকদের কথা শুনে সরল বিশ্বাসে তিনি টাকাগুলো তার হাতে তুলে দেন। প্রতারক প্রথমে এক মহিলাকে এইরকম টাকা নিয়ে ফু দিয়ে আলাদা রাখেন। এরপর বৃদ্ধ মহিলা টাকাটা দিতে বলে কিছু বুঝে ওঠার আগেই ৬০হাজার টাকা নিয়ে লাপাত্তা হয়ে যায় তারা। কিছুক্ষণ পর বিষয়টি বুঝতে পেরে হাউমাউ করে কাঁদতে শুরু করে।বিষয়টি থানায় জানানো হলে সাথে সাথে এস,আই জাহাঙ্গীর ঘটনাস্থলে এসে বৃদ্ধ মহিলাকে জিজ্ঞেস করলে তিনি সব কিছু খুলে বললেন। এটি দেখে আশপাশের লোকজন এগিয়ে গেলে তিনি ঘটনাটি সবিস্তারে বর্ণনা করেন।প্রতারক চক্রের এমন ঘটনায় জেলাজুড়ে আতঙ্কের সৃষ্টি হয়েছে।

প্রতারক চক্রের বিষয়টি নিশ্চিত করেন নবীগঞ্জ থানার ওসি মো: মাসুক আলী।তিনি বলেন বৃদ্ধ মহিলা এ বিষয়ে থানায় অভিযোগ করেছেন। আমরা অভিযোগ পেয়েছি প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।