ঢাকা রবিবার ৫ অক্টোবর, ২০২৫
আজমিরীগঞ্জ উপজেলার বিভিন্ন পূজা মন্ডপ গুলোতে চলছে প্রতিমা তৈরীর কাজ।ব্যস্ত সময় পার করছেন মৃৎশিল্পীরা।আগামী ২০ অক্টোবর সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শ্রী শ্রী শারদীয় দূর্গা পূজা। মৃৎশিল্পীরা তাদের নিপুণ হাতে তৈরি করছেন দেবী দূর্গাকে।পাশাপাশি লক্ষী,সরস্বতী, গনেশ,কার্তিক,মহাদেব, অসুর,সিংহ সহ অন্যান্য প্রতিমা তৈরির কাজ। প্রতিমা তৈরির উপকরণের দাম অনেক বেশী। মৃৎশিল্পীরা তাদের মুজুরি ও বাড়িয়ে নিয়েছে।তবুও থেমে নেই সনাতন ধর্মাবলম্বীদের এই বৃহৎ উৎসবের আয়োজন। পাহাড় পুরের মৃৎশিল্পী মাখন পাল জানান প্রতিমার মাটির কাজ শেষ হয়ে এখন শুকানো হচ্ছে প্রতিমা।আর কিছু দিন পরে প্রতিমাতে রঙ্গের ও সাজ সজার কাজ শুরু করব। আজমিরীগঞ্জ উপজেলার বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি বাবু জীবন চন্দ বলেন এ বছর উপজেলার ৫টি ইউনিয়ন এ মোট ৩৭ টি পূজা মন্ডপে দুর্গা পূজা অনুষ্ঠিত হবে। এর মধ্যে ব্যক্তিগত ১ টি এবং পূজা মন্ডপ। ১৪ই অক্টোবর শনিবার শুভ মহালয়া। শ্রী শ্রী শারদীয় দূর্গা উৎসব ২০শে অক্টোবর মহা ষষ্ঠীর মাধ্যমে শুরু হয়ে ২৪শে অক্টোবর মহা বিজয় দশমীর মধ্যে দিয়ে সমাপ্তি হবে।এবার দেবীর ঘোঠকে আগমন ও গমন।আজমিরীগঞ্জ থানার নবাগত অফিসার ইনচার্জ ওসি মোঃ ডালিম আহম্মেদ জানান অপ্রীতিকর ঘটনা এড়াতে থানা পুলিশ এখন থেকে পুজা মন্ডপ গুলোতে কমিটির গঠন করছেন। এবং দুর্গাপূজার সার্বিক নিরাপত্তার বিষয়ে প্রস্তুতি নেওয়া হচ্ছে। শান্তি ও শৃঙ্খলা রক্ষার্তে প্রতিটি পূজা মন্ডপে আনসার বাহিনী দেওয়া হবে।ও প্রচুর নিরাপত্তার মুলক ব্যবস্থা গ্রহন করা হবে।
আপনার মতামত লিখুন :