ঢাকা রবিবার ৫ অক্টোবর, ২০২৫

ঢাকা রবিবার ৫ অক্টোবর, ২০২৫

মালয়েশিয়ায় আজমিরীগঞ্জের এক প্রবাসী যুবকের মৃত্যু ।

আজমিরীগঞ্জ হবিগঞ্জ প্রতিনিধিঃ প্রকাশিত: বৃহস্পতিবার, ৫ অক্টোবর, ২০২৩, ১১:৩৩ অপরাহ্ণ

মালয়েশিয়ায় জাহাজে কাজ করাতে গিয়ে জাহাজের কন্টেইন থেকে সাগরে পড়ে আজমিরীগঞ্জের এক প্রবাসী যুবকের মৃত্যু
হয়। খোঁজ নিয়ে জানা যায় এই ঘটনাটি ঘটে মালয়েশিয়ায় গত ৩রা অক্টোবর। আজমিরীগঞ্জ উপজেলার ৪নং কাকাইলচেও ইউনিয়নের ঘরদাইর গ্রামের আবু সুফিয়ান মিয়ার পুত্র উজ্জ্বল মিয়া (৩৫) নামে মালয়েশিয়ার পিটিপি কোম্পানির ভিসা নিয়ে মালয়েশিয়া যান। গত ৩রা অক্টোবর উজ্জ্বল মিয়া জাহাজে কাজ করতে যায় কাজ করা অবস্থায় জাহাজ থেকে পা পিছলে উজ্জ্বল সাগরে পড়ে যায়।পরে মালয়েশিয়ার ফায়ার সার্ভিস ও রেস্কু বাহিনীর খোঁজাখুঁজিতে উজ্জ্বলের সন্ধ্যান পাওয়া যায় না । পরের দিন ৪ঠা অক্টোবর সন্ধ্যা ৬টায় সাগরে মৃত লাশ ভেসে উঠতে দেখতে পান দেশটির ফায়ার সার্ভিস কর্মীরা। এলাকাবাসী ও পরিবার সূত্রে জানা যায় মালয়েশিয়ার একই কোম্পানিতে কাজ করে উজ্জ্বলের ফুফাতো ভাইয়ের সাথে ৬বছর ধরে তাহারা এখানে কাজ করছে। উজ্জ্বলের মৃত্যুর সংবাদ পেয়ে সারা গায়ে শুখের মাত্তম চলছে তারা আরও জানান । বর্তমানে উজ্জ্বলের
ফুফাতো ভাই উজ্জ্বলের কাছেই আছে। কোম্পানির অধীনেই লাশ দেশে পাঠানোর ব্যবস্থা করা হবে ।