ঢাকা রবিবার ৫ অক্টোবর, ২০২৫

ঢাকা রবিবার ৫ অক্টোবর, ২০২৫

পাবনায় নকল জুস তৈরীর কারখানায় অভিযান, লাখ টাকা জরিমানা

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ৭ জুন, ২০২৪, ৮:৫৪ অপরাহ্ণ

এস এম আলমগীর চাঁদ ,বিশেষ প্রতিনিধি : পাবনা সদর উপজেলার গয়েশপুরে কোন প্রকার অনুমোদন ছাড়াই নকল জুস তৈরীর অভিযোগে একটি কারখানা কে এক লক্ষ টাকা জরিমানা করা হয়েছে । কারখানা টি বন্ধ করে ভবিষ্যতে এহেন কার্যকলাপের বিষয়ে সতর্ক করে দেওয়া হয়েছে । শুক্রবার সকালে উপজেলার গয়েশপুর ইউনিয়নের রহিমপুর এলাকার তানজিলা ফুড এন্ড বেভারেজ নামে একটি অবৈধ কোম্পানির কারখানায় এ অভিযান পরিচালনা করে পাবনা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর । ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পাবনার সহকারী পরিচালক মাহমুদ হাসান রনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে তানজিলা ফুড এন্ড বেভারেজ নামক একটি কারখানায় অভিযান চালানো হয় । সেখানে কোন প্রকার অনুমোদন ছাড়াই প্রান জুসের আদলে একটি নকল জুস তৈরী করা হচ্ছিল ।অভিযোগ প্রমাণিত হওয়ায় এক লক্ষ টাকা জরিমানা করা হয় এবং বিপুল পরিমাণ নকল জুস জব্দ করে ধ্বংস করা হয় ।