মো: লুৎফুর রহমান রাকিব কুমিল্লা জেলা প্রতিনিধি: বৃহস্পতিবার (৬ জুন ২০২৪) হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিয়নের অতিরিক্ত ডিআইজি মো: খাইরুল আলম এর নির্দেশনা মোতাবেক বিশেষ অভিযান পরিচালনা কালে চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার এসআই নুর মোহাম্মদ ও সঙ্গীয় ফোর্সসহ মহাসড়কে রাত্রীকালিন মহাসড়কের নিরাপত্তা ও যানবাহন চেকিং কালে সকাল অনুমান ৭টা ১৫ মিনিটে নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানাধীন কেন্দুরবাগ বাজার হতে অনুমান ৩০০ গজ পশ্চিমে মহাসড়কে অবস্থানকালে গোপনসূত্রে জানতে পারেন বেগমগঞ্জ চৌরাস্তা হতে একটি বেটারী চালিত অটোরিক্সা চালক প্লাস্টিকের বস্তাভর্তি মাদকদ্রব্য গাঁজা নিয়ে চন্দ্রগঞ্জ এলাকার দিকে যাচ্ছে। উক্ত সংবাদের ভিত্তিতে এসআই নূর মোহাম্মদের নেতৃত্বে হাইওয়ে পুলিশের ১টি টিম মহাসড়কে অবস্থান নেয় এবং সকাল অনুমান ৭ টা ৩৫ মিনিটে ১টি বেটারীচালিত অটোরিকশা চন্দ্রগঞ্জের উদ্দেশ্যে রওনা করা দেখে তাকে থামার জন্য সংকেত দিলে চালক অটোরিকশা থেকে নেমে দৌড়ে পলায়নের চেষ্টাকালে এসআই নূর মোহাম্মদ এবং সঙ্গীয় অন্যান্য অফিসার ফোর্সের সহায়তায় ব্যাটারিচালিত অটোরিকশা ড্রাইভারকে আটক করা হয়। তার দৌড়ে পলানোর চেষ্টার কারণ ও তার অটোরিকশার বস্তায় কি মালামাল তা জিজ্ঞাসা করলে সে জানায় অটোরিকশায় প্লাস্টিকের বস্তায় মাদকদ্রব্য গাঁজা রয়েছে। তখন ঘটনাস্থলে উপস্থিত স্থানীয় সাক্ষীদের সামনে বস্তা খুলা হলে উহার মধ্যে সাদা স্কচটেপ দ্বারা মোড়ানো ২টি পেকেটে ৫ কেজি করে ১০ কেজি এবং ৩টি নীল রংয়ের পলিথিনের প্যাকেটে ১ কেজি করে ৩ কেজিসহ সর্বমোট ১৩ কেজি গাঁজা পেয়ে জব্দতালিকা মুলে জব্দ করা হয়। ঘটনায় জড়িত আসামি নুর মোহাম্মদ (৫৫), পিতা- মৃত চান মিয়া, সাং- পুর্ব মাইজচড়া, থানা- মাইজদী, জেলা- নোয়াখালীকে গ্রেফতার পূর্বক হেফাজতে নেয়া হয়। এই ব্যাপারে নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১টি মামলা রুজু প্রক্রিয়াধীন আছে।
আপনার মতামত লিখুন :