মো: লুৎফুর রহমান রাকিব কুমিল্লা জেলা প্রতিনিধি: বৃহস্পতিবার (৬ জুন ২০২৪) সন্ধ্যা সাড়ে ৭টায় হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিয়নের অতিরিক্ত ডিআইজি মো: খাইরুল আলম এর নির্দেশনা মোতাবেক বিশেষ অভিযান পরিচালনা কালে এসআই মো: সারোয়ার হোসেন, সঙ্গীয় অন্যান্য পদমর্যাদার অফিসার ও ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল থানাধীন বিশ্বরোড মোড়ের পশ্চিম পাশে সাফকো সিএনজি রিফুয়েলিং স্টেশনের সামনে মহাসড়কের উপর অভিযান পরিচালনা করে ৪ কেজি গাঁজাসহ মোঃ বিশাল ভূঁইয়া, পিতা-বাবুল ভূঁইয়া, সাং-আবুদাবাত, থানা-আখাউড়া, জেলা- ব্রাহ্মণবাড়িয়া নামের এক ব্যক্তিকে আটক করা হয়। এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১টি মামলা রুজু প্রক্রিয়াধীন আছে।
আপনার মতামত লিখুন :