ঢাকা রবিবার ৫ অক্টোবর, ২০২৫
নওগাঁর বদলগাছী উপজেলাধীন ৫ নং কোলা ইউনিয়ন এর
ঐতিহ্যবাহী কোলা বিজলী দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের সভাপতি নব নির্বাচিত হয়েছেন আবু বক্কর সিদ্দিক মাষ্টার।
আজ বুধবার দুপুর ১২ ঘটিকায় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসে এই নির্বাচন অনুষ্ঠিত হয় এবং বিনা প্রতিদ্বন্দ্বীতায় সভাপতি নব নির্বাচিত হয়েছেন মোঃ আবু বক্কর সিদ্দিক মাস্টার।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাংবাদিকদের কে জানান,স্কুল পরিচালনায় গত সোমবার এ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্যে ৪ পদে নির্বাচন অনুষ্ঠিত হয়।
নির্বাচিতরা পুরষ সদস্যরা হলেন মোঃ সোহাইব হোসেন,
মোঃ নাসিরুদ্দিন, মোঃ মিলন হোসেন ও মোঃ ইউসুফ আলী সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য হয়েছেন মুন্নি আরা।
এই ৭ জন সদস্যদের সর্মথনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নব নির্বাচিত হয়েছেন মোঃ আবু বক্কর সিদ্দিক মাষ্টার।
নবনির্বাচিত সভাপতি আবু বক্কর সিদ্দিক মাস্টার বলেন- শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে তিনি বিদ্যালয়ের উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখার স্বার্থে ও বদলগাছী উপজেলার শ্রেষ্ঠ বিদ্যাপীঠ হিসেবে গড়ে তোলার জন্য নিরলস ভাবে কাজ করবো।
এসময় উপস্থিত ছিলেন ৫ নং কোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: শাহীনুর ইসলাম স্বপন, বদলগাছী উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মোঃ আবু শাহীন মন্ডল শাহরিয়ার মোস্তফা সহ গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :