ঢাকা সোমবার ৭ই জুলাই, ২০২৫

ঢাকা সোমবার ৭ই জুলাই, ২০২৫

রাজশাহী নগরীতে মাসব্যাপী বৃক্ষায়ন কর্মসূচির উদ্বোধন

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ৫ জুন, ২০২৪, ১১:০৮ অপরাহ্ণ

রাহাদুজ্জামান (রাফি)বিশেষ প্রতিনিধি, রাজশাহী:আজ ০৫ জুন ২০২৪ বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে রাজশাহী সিটি কর্পোরেশনের সার্বিক সহযোগিতায় দ্যা স্মাইলিং ফাউন্ডেশনের আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচির ‘বৃক্ষায়ন’ এর উদ্বোধন করা হয়েছে। রাজশাহীর মুক্তমঞ্চ সংলগ্ন বট বৃক্ষের নিচে আসন গ্রহন করেন। বুধবার দুপুরে নগরীর লালনশাহ পার্কে বৃক্ষরোপণের মাধ্যমে প্রায় নগরীতে মাসব্যাপী চার হাজার বৃক্ষরোপণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের ১৪নং ওয়ার্ড কাউন্সিলর ও পরিবেশ উন্নয়ন স্থায়ী কমিটির সভাপতি মোঃ আনোয়ার হোসেন, ৯নং ওয়ার্ড কাউন্সিলর রাসেল জামান, পরিবেশ উন্নয়ন কর্মকর্তা সৈয়দ মাহমুদ-উল-ইসলাম, চীফ কমিউনিটি অফিসার আজিজুল ইসলাম, ফাহাদ একাডেমী ফর বায়োলজীর পরিচালক ডঃ ফাহাদ ইবনে মাহফুজ, রূপসী বাংলা মহিলা সংস্থার ডিরেক্টর মোঃ ইমরান হোসেন। অনুষ্ঠানে শপথ বাক্য পাঠ করান ১৪ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ আনোয়ার হোসেন, দ্যা স্মাইলিং ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি ও রাজশাহী সিটি কর্পোরেশনের ৫নং ক্লাস্টারের যুব কাউন্সিলর ইরাম আজমাইন মুগ্ধ।