ঢাকা মঙ্গলবার ৮ই জুলাই, ২০২৫

ঢাকা মঙ্গলবার ৮ই জুলাই, ২০২৫

নীলফামারীতে জাকজমকপূর্ণভাবে বিশ্ব পরিবেশ দিবস ২০২৪ উদযাপন

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ৫ জুন, ২০২৪, ৯:৫৯ অপরাহ্ণ

 উজ্জ্বল আহমেদ,নিজস্ব প্রতিবেদকঃ নীলফামারীতে পরিবেশ অধিদপ্তর জেলা কার্যালয়ের উদ্যোগে এবং জেলা প্রশাসনের সহযোগিতায় বিশ্ব পরিবেশ দিবস পালন করা হয়। বুধবার ৫ /৫/২৪ বিশ্ব পরিবেশ দিবস-২০২৪ উদযাপনের অংশ হিসেবে সকাল ১০:১৫ ঘটিকায় জেলা প্রশাসক, নীলফামারী মহোদয় বেলুনসহ ফেস্টুন উঁড়িয়ে দিবসের সূচনা করেন এবং জেলা প্রশাসক কার্যালয় হতে একটি বর্ণাঢ্য র‌্যালি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় জেলা প্রশাসক কার্যালয়ে এসে সমাপ্ত হয়। কর্মসূচীর অংশ হিসেবে সকাল ১০:৪৫ ঘটিকায় জেলা প্রশাসক, নীলফামারী মহোদয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব পঙ্কজ ঘোষ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অবস) জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম। এছাড়া উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা জনাব কান্তি ভূষণ কুন্ডু, নীলফামারী পৌরসভার ওয়ার্ড কমিশনার জনাব রত্না রায়, নীলফামারী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এর সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার এস এম শফিকুল আলম ডাবলু, সম্মিলিত সাংস্কৃতিক জোটের আহবায়ক জনাব আহসান রহিম মঞ্জিল, বিভিন্ন স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ, এনজিও প্রতিনিধিবৃন্দ, সনাকের প্রতিনিধিবৃন্দ, বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধিবৃন্দ, বিভিন্ন শিল্প-কারখানার প্রতিনিধিবৃন্দ, শিক্ষকমন্ডলীসহ স্কাউট ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীবৃন্দ, সাংবাদিকবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সদস্যবৃন্দ। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব ফারুক আল মাসুদ এবং প্রতিপাদ্যের সাথে মিল রেখে ভিডিও প্রদর্শনসহ স্বাগত বক্তব্য রাখেন পরিবেশ অধিদপ্তর, নীলফামারী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব কমল কুমার বর্মন। এসময় প্রধান অতিথি মহোদয় জনগণের মাঝে সচেতনতা বৃদ্ধির জন্য সকলকে উদ্বুদ্ধ করেন এবং পরিবেশ সুরক্ষায় করণীয় বিষয়ে বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। আলোচনা অনুষ্ঠান শেষে শিশু-কিশোরদের চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার ও গাছের চারা বিতরণ করা হয়। অত:পর আলোচনা সভার সভাপতি মহোদয় অনুষ্ঠানের সমাপনী