ঢাকা শনিবার ১৯শে এপ্রিল, ২০২৫
শংকর ঋষি শাল্লা সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের শাল্লা উপজেলায় ফ্লাড রিকনস্ট্রাকশন ইমাকেন্সি এসিসটন্স প্রজেক্টের (ফ্রিপ) আওতায় ০১ এক দিন ব্যাপী ৩০ জন কৃষকে মসলা ও কান্দাল ফসলের উৎপাদন কলা কৌশল মরিচ ক্রিপার ও ননক্রিপার সবজীর আধুনিক চাষাবাদ বিষয়ক কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। এ বছর এই প্রকল্পে সহায়তায় শাল্লা মরিচ সহ অন্যান্য সবজি ফসলের উৎপাদন বৃদ্ধি পেয়েছে। উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আব্দুল্লাহ আল মসুদ তুষার সেশন পরিচালনা কালে অনাবাদি ও পতিত জমিতে সবজি ও তেল ফসলের চাষাবাদ বিষয়ক কৃষক পরামর্শ প্রদান করেন।
আপনার মতামত লিখুন :