ঢাকা রবিবার ৫ অক্টোবর, ২০২৫

ঢাকা রবিবার ৫ অক্টোবর, ২০২৫

নীলফামারীর জলঢাকায় পাঁচ কেজি গাঁজা সহ দুজন গ্রেফতার

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৩ জুন, ২০২৪, ৬:২৩ অপরাহ্ণ

মোঃ আল আমিন ইসলাম বার্তা সম্পাদক: নীলফামারীর জলঢাকা থানায় ০৫ (পাঁচ) কেজি গাজা সহ একটি মোটরসাইকেল জব্দ ০২(দুই) জন আসামী গ্রেফতার পুলিশ সুপার গোলাম সবুর, পিপিএম এর দিক নির্দেশনায় নীলফামারী জেলাকে মাদক মুক্ত করার লক্ষ্যে জলঢাকা থানার অফিসার ইনচার্জ নজরুল ইসলাম মজুমদার এর নেতৃত্বে গোপন তথ্যের ভিত্তিতে বিশেষ পুলিশি চেকপোস্ট বসিয়ে জলঢাকা থানাধীন ৩ নং বালাগ্রাম ইউনিয়নের বালাগ্রাম ৪ নং ওয়ার্ডের জনৈক রাবেয়ার বসতবাড়ি সংলগ্ন বালাগ্রাম পাঁচ কেজি গাজা সহ একটি মোটরবাইক জব্দ করা হয়। ০৩/০৬/২০২৪ তারিখ ভোর ০৫.৪৫ মিনিটে আসামী ১।মোঃ সাফিন ইসলাম (২৮) পিতা মোঃ আনিছুর গ্রাম- উত্তর ঝুনাগাছ চাপানি আসামী২। মোঃজহিরুল ইসলাম(৪৫) পিতা মৃত- ওসমান গনি উভয়ের গ্রাম- উত্তর ঝুনাগাছ চাপানী থানা ডিমলা জেলা নীলফামারীদ্বয়ের হেফাজত হইতে ০১(একটি) সাদা রংয়ের প্লাস্টিকের বাজার করা ব্যাগের ভিতর ০৩ (তিনটি) পোটলা গিয়া রঙের কসটেপ দ্বারা বিশেষ কায়দায় মোড়ানো লাল রঙের প্লাস্টিকের শুতলি দ্বারা পেঁচানো ০৫ কেজি গাজা মোটরসাইকেলে বহন করার সময় হাতেনাতে গ্রেফতার করা হয় তাদের কে । উক্ত মাদকদ্রব্যের মূল্য অনুমান ৫০,০০০/- (পন্চাশ হাজার) টাকা উদ্ধার করা হয় । ধৃত আসামিদের বিরুদ্ধে জলঢাকা থানার মামলা নং-০৫ তারিখ -০৩/৬/২৪ ধারা ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারনির ১৯(খ)/৪১ রুজু করা হয়। মাদকবিরোধী অভিযান চলমান রয়েছে । নজরুল ইসলাম মজুমদার অফিসার ইনচার্জ জলঢাকা থানা নীলফামারী।