ঢাকা সোমবার ৬ অক্টোবর, ২০২৫

ঢাকা সোমবার ৬ অক্টোবর, ২০২৫

একটি হারানো বিজ্ঞপ্তি গত ২৮/৫/২০২৪ইং তারিখকে জোহরা লাভলী

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ২ জুন, ২০২৪, ১০:৫৪ অপরাহ্ণ

জোহরা লাভলী নামের ৫৪ বছরের এক জন নারী নিজ বাসা থেকে নিখোঁজ হয়েছে। সকাল ৬টার সময় তখন তার পরনে ছিল সবুজ রং এর জামা সাদা রং এর ওড়না।

গত পাঁচ বছর আগে তার একজন ছেলে মৃত্যুবরণ করেন ছেলে হারানো শোক সইতে না পেরে বর্তমানে ভারসাম্যহীন অবস্থায় জীবনযাপন করছিলেন। এমন অবস্থায় গত ২৮/৫/২০২৪ইং সকাল ছয়টার সময় বাসা থেকে নিখোঁজ হন এই পর্যন্ত হারানো ব্যক্তিটি এখনো বাসায় ফিরে আসে নাই।
যদি কোন শত হৃদয়বান ব্যক্তি পেয়ে থাকেন দয়া করে নিম্নে ঠিকানায় যোগাযোগ করুন।
নয়া পাড়া ১৭ নং ওয়ার্ড হোল্ডিং নাম্বার ৫০ বাবুরাইল নারায়ণগঞ্জ মোবাইল নাম্বার 01995284419/ 01748581098.