ঢাকা মঙ্গলবার ৭ অক্টোবর, ২০২৫
আজহারুল ইসলাম সাদী: সাতক্ষীরা থেকে প্রকাশিত দৈনিক সুপ্রভাত পত্রিকার সাহিত্য সম্পাদক কবি শেখ আবু সালেক (কালাচান কবি)র পিতা পুরাতন সাতক্ষীরা এলাকার বাসিন্দা শেখ আবুল হোসেন (৯৯) মৃত্যু বরন করেছেন, ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। তিনি সাতক্ষীরা সরকারি কলেজের অবসরপ্রাপ্ত কর্মচারী ছিলেন। সরেজমিনে জানা গেছে সদ্য প্রয়াত শেখ আবুল হোসেন দীর্ঘদিন বার্ধক্য জনিত নানা রোগে ভুগছিলেন। সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (২৩ মে সকালে ৯ টার দিকে তিনি ইন্তেকাল করেন। মৃত্যু কালে তিনি ৩ পুত্র ও ৬ কন্যা সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। বৃহস্পতিবার আসরবাদ পুরাতন সাতক্ষীরা ২ নং কলোনিস্থ আল আমিন জামে মসজিদে জানাজা নামাজ শেষে তাকে পাশ্ববর্তী আল আমিন কবরস্থানে দাফন করা হয়। রোববার আসরবাদ স্থানীয় আল আমিন জামে মসজিদে মরহুমের রুহের মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হবে বলে মরহুমের পারিবারিক সূত্রে জানা গেছে।
আপনার মতামত লিখুন :