ঢাকা সোমবার ৭ই জুলাই, ২০২৫

ঢাকা সোমবার ৭ই জুলাই, ২০২৫

তুমি

অনলাইন ডেস্ক ।। প্রকাশিত: বুধবার, ৪ অক্টোবর, ২০২৩, ১:৫৯ অপরাহ্ণ

তুমি
সাগর আহমেদ
তুমি আসবে বলে,
শ্রাবণের আকাশ হলো নীল।
তুমি আসবে ভেবে,
দখিনা হাওয়া হলো বর্ণহীণ।

হাসার তরে হাসিবো সেদিন,
যেদিন তুমি আসিবে।
রঙের তরে রঙিন হয়ে,
হৃদয় কোণে ভাসিবে।