ঢাকা রবিবার ৫ অক্টোবর, ২০২৫

ঢাকা রবিবার ৫ অক্টোবর, ২০২৫

রাজশাহী বোর্ডে বেড়েছে জিপিএ-৫ ও পাসের হার

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ১২ মে, ২০২৪, ৪:৩৬ অপরাহ্ণ

মোঃ আফতাবুল আলম রাজশাহী জেলা প্রতিনিধি:  চলতি বছরের এসএসসি পরীক্ষায় রাজশাহী শিক্ষা বোর্ডে ৮৯ দশমিক ২৬ শতাংশ শিক্ষার্থী পাস করেছে। এবার মোট জিপিএ-৫ পেয়েছেন ২৮ হাজার ৭৪ জন শিক্ষার্থী। গতবছর পাসের হার ছিল ৮৭ দশমিক ৮৯ শতাংশ। গতবার জিপিএ-৫ পেয়েছিল ২৬ হাজার ৮৭৭ জন পরীক্ষার্থী। রাজশাহী বোর্ডে এ বছর পাসের হার বেড়েছে। প্রকাশিত ফলাফল অনুযায়ী, এ বছর রাজশাহী শিক্ষাবোর্ডে পাস করেছেন ১ লাখ ৭৭ হাজার ৫৫৮ জন শিক্ষার্থী। শতকরায় যা ৮৯ দশমিক ২৬ শতাংশ। পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেননি ২১ হাজার ৩৭৯ জন। আজ রবিবার (১২ মে) দুপুরে রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. অলীউল আলম এ তথ্য নিশ্চিত করেছেন। সারাদেশে এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হয় ১৫ ফেব্রুয়ারি। রাজশাহী শিক্ষাবোর্ডের অধীনে ২৬৬টি কেন্দ্রে এবং রাজশাহী জেলায় ৫২টি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। বোর্ড কর্তৃপক্ষ জানিয়েছে, রাজশাহী শিক্ষাবোর্ডের অধীনে এ বছর ২ হাজার ৬৮৪টি শিক্ষাপ্রতিষ্ঠানের এসএসসি পরীক্ষার্থী ছিল ২ লাখ ৮৫৩ জন। যাদের মধ্যে ছাত্র ১ লাখ ৩ হাজার ৫৮জন আর ছাত্রী রয়েছে ৯৭ হাজার ১৮৭ জন। এর আগে সকালে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে এ ফল প্রকাশ করেন। এতে এ বছর সারাদেশে গড় পাসের হার ৮৩ দশমিক ৪ শতাংশ। এর মধ্যে ছেলেদের পাসের হার ৮১ দশমিক ৫৭ শতাংশ এবং মেয়েদের পাসের হার ৮৪ দশমিক ৪৭ শতাংশ। প্রাপ্ত ফলাফলে দেখা যায়, এবার পাসের হারে শীর্ষে রয়েছে যশোর বোর্ড। আর সর্বনিম্ন পাসের হার সিলেট বোর্ডে। শিক্ষা বোর্ড সূত্রে জানা যায়, যশোর বোর্ডে পাসের হার ৯২ দশমিক ৩২ শতাংশ আর সর্বনিম্ন সিলেট বোর্ডে পাসের হার ৭৩ দশমিক ৩৫ শতাংশ।