ঢাকা রবিবার ৫ অক্টোবর, ২০২৫

ঢাকা রবিবার ৫ অক্টোবর, ২০২৫

উপজেলা পরিষদ নির্বাচনে নরসিংদী সদরে আনোয়ার ও পলাশে জাবেদ বিজয়ী

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ মে, ২০২৪, ৭:৪৯ অপরাহ্ণ

মোঃ কামাল হোসেন প্রধান জেলা প্রতিনিধি নরসিংদী : ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে নরসিংদী সদর ও পলাশ উপজেলা,এ দুটি উপজেলার নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নরসিংদী সদর উপজেলা পরিষদ নির্বাচনে কাপ-পিরিচ প্রতীকের আনোয়ার হোসেন ও পলাশে কাপ পিরিচ প্রতীকের সৈয়দ জাবেদ হোসেন বেসরকারিভাবে নির্বাচিত হয়েছে। গতকাল 0৮/0৫/২৪ ইং বুধবার রাত প্রায় সাড়ে ১১ টায় নরসিংদী সদর উপজেলা হলরুমে সহকারী রির্টানিং অফিসার ওমর ফারুক ও পলাশ উপজেলা পরিষদের হলরুমে উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ জীবন ইবনে মাসুম ফলাফল ঘোষণা করেন। রির্টানিং কর্মকর্তারা জানায়, নরসিংদী সদর উপজেলা পরিষদ নির্বাচনে কাপ পিরিচ প্রতীকে আনোয়ার হোসেন পেয়েছেন ৭২ হাজার ৩১০ ভোট, তার নিকটতম প্রতীদ্বন্ধী আনারস প্রতীকের আব্দুল বাকির পেয়েছেন ৫০ হাজার ৯১৫ ভোট। আর পুরুষ ভাইস চেয়ারম্যান পদে মো ওয়ালিউর রহমান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে আঞ্জুমান বেগম জিয়ী হয়েছে। আর পলাশ, উপজেলা পরিষদ নির্বাচনে কাপ-পিরিচ প্রতীকে সৈয়দ জাবেদ হোসেন পেয়েছেন ৩১ হাজার ৩৪৮ ভোট। তার নিকটতম প্রতীদ্বন্ধী দোয়াত কলমের শরিফুল হক পেয়েছেন ৩০ হাজার ৯৭৬ ভোট। আর পুরুষ ভাইস চেয়ারম্যান পদে কারী উল্লাহ সরকার ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে সেলিনা আক্তার বিজয়ী হয়েছে।