ঢাকা রবিবার ৫ অক্টোবর, ২০২৫
বিশেষ প্রতিনিধি : এস এম তাজুল হাসান সাদ সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের রামনগর গ্রামের ইছার আলী ছেলে মো: শিমুল হোসেন (১৪) বৃহস্পতিবার ৯ মে দুপুর দেড়টা দিকে পার্শ্ববর্তী খালের পাশে নিজেদের ঘেরে আটল দিয়ে আসার সময় হঠাৎ বজ্রসহ বৃষ্টি শুরু হয়। এবং একপর্যায়ে শিমুল হোসেন বজ্রপাতের কবলে পরেন। বৃষ্টি ধরণ দিলেও ছেলের আসতে দেরি হচ্ছে বলে তার মা শিরিনা পারভীন খোঁজ নিতে যান গিয়ে দেখেন তার ছেলে মাটিতে পরে আছে। তাৎক্ষণিক স্থানীয়রা জানতে পেরে তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আছে এবং স্থানীয় চিকিৎসক মোস্তাফিজুর রহমান মনুকে খবর দেন স্থানীয় চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। স্থানীয় জনপ্রতিনিধিরা বজ্রপাতে মৃত্যুর বিষয়টি থানায় অবগত করেন। কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহিন বিষয়টি নিশ্চিত করেছেন। অনাকাঙ্ক্ষিত মৃত্যুতে এলাকায় চাঞ্চল্যকর পরিবেশ সৃষ্টি হয়েছে। এদিকে ছেলেকে হারিয়ে মা বাবা সহ দুই ভাই এখন শোকে পাথর প্রায়, পরিবারটি মাঝে শোকের ছায়া নেমে এসেছে
আপনার মতামত লিখুন :