নিজস্ব সংবাদদাতা: সিরাজগঞ্জের তাড়াশে ওয়ারিশগনের অংশ আত্মস্যাৎ করেছে বড় ভাই রবিউল করিম নামের এক ব্যক্তি। প্রতিবাদ করতে গিয়ে প্রতিবন্ধী ছোট ভাই মাহবুব আলম মারপিট ও প্রতারণার শিকার হয়েছে। ঘটনাটি ঘটেছে তাড়াশ পৌরসভার দক্ষিণ পাড়া মহল্লায়। এ বিষয়ে থানায় অভিযোগ করছেন প্রতারনার শিকার মোঃ মাহবুব আলম। অভিযোগ সুত্রে জানা যায়, মৃত ফজল প্রামানিকের বড় ছেলে মোঃ রবিউল করিম (৫৫) ৪ ভাই ও ৪ বোনকে না জানিয়ে বিগত ২ বছর পুর্বে মা রমিচা খাতুনের দলিলকৃত ১০ শতক জমি বিক্রি করে আনুমানিক দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা আত্মসাৎ করেছে। বিষয়টি জানতে পেয়ে ৩ মে ২০২৪ শুক্রবার সকালে অভিযোগকারী মাহবুব আলম ও সকল ওয়ারিশগন বড় ভাই রবিউল করিম কে বললে, তাকেসহ সকল ওয়ারিশগণকে বিভিন্ন প্রকার ভয়ভীতি ও হুমকি প্রদান করে। তিনি আরোও জানান গত ১ বছর আগে আমার বসতবাড়ি জায়গা পুবালী ব্যাংক লিমিটেড তাড়াশ শাখার রতনা এবং মিতু কনস্ট্রাকশন এর একাউন্ট নং ১৯ ৩৪৯০১০১৭৯৫৭ এর ২ লক্ষ টাকার চেকের পাতা প্রদান করে ক্রয় করে। অনেকদিন কেটে গেলেও আমাকে ওই টাকা দেয় না। আমি টাকা চাইলে বিভিন্ন সময় পায়তারা করে এবং আমাকে হুমকী দামকী দেয়। এ ব্যাপারে অভিযোগকারী মাহবুব আলম বলেন, আমি শারীরিক প্রতিবন্ধী ব্যক্তি ও তার ছোট হওয়ায় মারপিট খেয়েছি ও প্রতারনার শিকার হয়েছি। আমার নিরাপত্তার জন্য ও সুষ্ঠ সমাধানের জন্য আমি এ বিষয়ে থানায় অভিযোগ দিয়েছি। এবিষয়ে জানতে চাইলে তাড়াশ থানা অফিসার ইনচার্জ নজরুল ইসলাম বলেন তদন্ত সাপেক্ষ ব্যাবস্থা নেওয়া হবে।
আপনার মতামত লিখুন :