ঢাকা রবিবার ৫ অক্টোবর, ২০২৫
আজিজুল ইসলাম , স্টাফ রিপোর্টার : মাগুরার মহম্মদপুরের বাবুখালী ইউনিয়নের ডুমুরশিয়া গ্রামে শিশু বাচ্চাদের ঝগড়ার সুত্র ধরে হামলা ও মারধরের ঘটনা ঘটেছে। রবিবার বিকালে এঘটনা ঘটে। স্থানীয় সুত্রে জানা যায়, ডুমুরশিয়া গ্রামের রেন্টু মোল্যার মেয়ে মিম (৯) এর সাথে প্রতিবেশি শাহিদের মেয়ে সিনথিয়া (৬) এর মধ্যে খেলা করার সময় মনমালিন্য হয়। এটা নিয়ে সিনথিয়ার পরিবারের পক্ষ নিয়ে শাহিদ (৪৫), তার স্ত্রী মিনা (৩৮), রবিউলের স্ত্রী সুমি (৩০), হাবিবের স্ত্রী সাহেরা (৩০), জমিরের ছেলে মাজেদুল (২৩) মিমের মাতা রুনা বেগম (৪০) কে মারধর করে। উপায়ন্ত না পেয়ে রুনা বেগম তার মেয়ে মিম ও রমজান (৭) কে সাথে নেয়ে প্রতিবেশি মৃত রাহেন উদ্দিনের ছেলে মন্নুর বাড়িতে আশ্রয় নেয়। আশ্রয় দেওয়ার কারনে ক্ষিপ্ত হয়ে রবিবার বিকাল ৩ ঘটিকার সময় চুন্নুর ছেলে আকাশ মোল্যা (২০), রায়হানের ছেলে চুন্নু (৫২), মন্নু (৬২) ও রায়হানের স্ত্রী বাতাসি বেগম (৭৫), মন্নুর ছেলে গোলাম রসুল (৩৫), সুজন (২৫), রেন্টুর স্ত্রী রুনা, ছেলে রেদোয়ান (২৪) ও রাজু (১৯) ও নান্নুর ছেলে ওবায়দুর (৩০) কে মারধর করে আহত করে শাহিদ মোল্যার লোকজন। আহতদেরকে মহম্মদপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে মন্নু মোল্যার অবস্থা গুরুত্বর হওয়ায় তাকে মাগুরা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
আপনার মতামত লিখুন :