ঢাকা রবিবার ৫ অক্টোবর, ২০২৫

ঢাকা রবিবার ৫ অক্টোবর, ২০২৫

নওগাঁর পোরশায় পুলিশ সুপারের বাড়িতে চুরি

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ৫ মে, ২০২৪, ৭:৫১ অপরাহ্ণ

উজ্জ্বল কুমার সরকার নওগাঁ:  টাঙ্গাইল পুলিশ ট্রেনিং সেন্টারের পুলিশ সুপার (ট্রেনিং) শাহ্ আব্দুর রহিম চৌধুরীর নওগাঁর পোরশা ইসলামপুরের গ্রামের বাড়িতে চুরি সংঘটিত হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাতে বাড়ির বাউন্ডারি প্রাচির ডিঙ্গিয়ে চোরের বাড়িতে প্রবেশ চুরির ঘটনাটি ঘটায়। পোরশা থানা অফিসার ইনচার্জ (তদন্ত) শাহ্ আলম জানান, চোরেরা পুলিশ সুপার শাহ্ আব্দুর রহিম চৌধুরীরর বাড়িতে প্রবেশ করে তার কোন কিছু চুরি না করলেও সেখানে ভাড়া নিয়ে কার্যক্রম পরিচালনাকারী বে-সরকারি সংস্থা বন্ধনের কার্যালয়ের তালা ভেঙ্গে ড্রয়ারে রাখা নগদ ৩১ হাজার টাকা ও ৩টি ক্যালকুলেটর চুরি করে নিয়ে গেছে। এব্যাপারে থানায় অভিযোগ হওয়ায় তারা ঘটনা স্থল পরিদর্শন করেছেন এবং আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানান। নওগাঁ।