ঢাকা মঙ্গলবার ৮ই জুলাই, ২০২৫
মিনহাজুল বারী, বগুড়াঃ বগুড়া সোনাতলায় বঙ্গবন্ধু ফাউন্ডেশনের কেন্দ্রীয় নেতাদের সাথে উপজেলা সংগঠনের নেত্রবৃন্দদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে৷ শুক্রবার বিকেলে উপজেলার বালুয়াহাটের ‘ল ফর্ম’ ২য় শাখা অফিসে বঙ্গবন্ধু ফাউন্ডেশন সোনাতলা উপজেলা শাখার সভাপতি সজিব আহম্মেদের সভাপতিত্বে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এসময় সংগঠনটির উপজেলা শাখার সাধারন সম্পাদক ই ইমরান আহম্মেদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বঙ্গবন্ধু ফাউন্ডেশন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও প্রধান সমন্বয়কারী রাজশাহী বিভাগ, অ্যাডভোকেট মোহাম্মদ নাহিদ পারভেজ জনি। তিনি তরুণ উদীয়মান মানবিক বিজ্ঞ আইনজীবী ও সোনাতলা উপজেলার কৃতি সন্তান । মতবিনিময় সভায় উপজেলার ইউনিয়ন পর্যায়ে কমিটি গঠন ও সংগঠনকে শক্তিশালী করা বিষয়ে আলোচনা করা হয়। এসময় উপজেলার বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সকল সদস্য উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :