ঢাকা সোমবার ৭ই জুলাই, ২০২৫

ঢাকা সোমবার ৭ই জুলাই, ২০২৫

কাশিমপুরে সাংবাদিকদের কাঁদা ছোড়াছুঁড়িতে সরগরম সোশ্যাল মিডিয়া

মোঃ আকরাম হোসেন স্টাফ রিপোর্টার প্রকাশিত: মঙ্গলবার, ৩ অক্টোবর, ২০২৩, ৪:১৯ অপরাহ্ণ

কাশিমপুরে সাংবাদিকদের কাঁদা ছোড়াছুঁড়িতে সরগরম সোশ্যাল মিডিয়া
গাজীপুর মহানগরের কাশিমপুর প্রেসক্লাব এর সদস্যদের পাল্টাপাল্টি মামলা ও মানববন্ধন।প্রেসক্লাব এর সদস্য ও বহিরাগত সংবাদকর্মীদের ৬ জনের নামে মানহানিকর মামলা করেছেন অত্র ক্লাবের সভাপতি আমজাদ হোসেন।অপরদিকে সভাপতি আমজাদ হোসেন এর বিরুদ্ধে গাজীপুর ডি সি অফিসের সামনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন অত্র ক্লাব এর একাংশের সদস্যবৃন্দ ও বহিরাগত সাংবাদিকবৃন্দ।সংবাদকর্মীদের পাল্টাপাল্টি অশালীন ভাষায় নিউজ ও ফেইসবুক স্টাটার্স যেটা অত্যান্ত নিন্দনীয়।কাশিমপুর প্রেসক্লাব এর সভাপতি আমজাদ হোসেন এর মুঠোফোনে একাধিক সংগঠন ও সাংবাদিকদের মামলা মানববন্ধন সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন,কাশিমপুর প্রেসক্লাব এর সদস্য শুধু নামেমাত্র সদস্য হলে হবেনা,একজন প্রকৃত সংবাদকর্মী হতে হবে,শিক্ষা থাকতে হবে সংবাদিকের উপরে প্রশিক্ষণ সনদ থাকতে হবে,আমি এমন কথা উত্থাপন করায় অপসাংবাদিকদের গায়ে জ্বালা ধরে যায়,ঠিক তখনই আমি শৈরাচার বা বিভিন্ন অপকর্মের হোতা এমন মিথ্যা সংবাদ সম্প্রচার করে চলেছেন আমরা তাদের মিথ্যাচারের প্রতিবাদ করেছি মাত্র,আমরা অশালীন বাক্য দিয়ে একটি স্টাটার্স ও দেয়নি,অতচ আমাকে তারাই তাদের মুল্যবান ভোট দিয়ে সভাপতি নির্বাচিত করছেন।
অত্র ক্লাব থেকে সেচ্ছায় অব্যহতি নেওয়া সাবেক সাধারণ সম্পাদক হাসান সরকারের মুঠোফোনে মামলা মানববন্ধন সম্পর্কে জানার চেষ্টা করলে তিনি বলেন,একাধিক সংগঠন কেনো হয় সেটা আপনি নিশ্চয়ই জাানেন,এতটুকু বলার পরে মোবাইলের সংযোগটি বিচ্ছিন্ন হয়ে যায়।
সভাপতি আমজাদ হোসেন করা মামলার প্রধান অভিযুক্ত ব্যাক্তি বিল্লাল হোসেন(সাজু)এর মুঠোফোনে বিষয়টি জানার চেষ্টা করলে তিনি বলেন,আমি কাশিমপুর প্রেসক্লাব এর সাবেক প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক,সভাপতি আমজাদ এর দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ করে বিগতদিনে অভিমান নিয়ে দুরে সরে রই,কিন্তুু গত ১৭ ই সেপ্টেম্বর কাশিমপুর থানার লোহাকৈর মদিনাতুল উলুম মাদ্রাসার এক শিশু নির্যাতনের ঘটনায় আমি সহ আমার সহকর্মীরা পর্যবেক্ষণ করতে গেলে, ঘটনার সত্যতা মিলে,তাৎক্ষনিক প্রশাসন পাষান্ড শিক্ষক কে গ্রেফতার করে আদালতে প্রেরণ করেন,তবে বিষয়টি ভিন্নখাতে প্রবাহিত করতে সভাপতি আমজাদ তার ফেইসবুকে আমাদের তথ্য সংগ্রহের চিত্র টি ব্যঙ্গকরে সোশ্যাল মিডিয়ায় সম্প্রচার করেন,তারই প্রতিবাদে অত্র ক্লাব এর সাত সদস্য পদত্যাগ করেন,তবে মামলার বিষয়ে বলবো আমার বিরুদ্ধে মিথ্যা মামলা করা হয়েছে সত্য মিথ্যা তদন্তপূর্বক ব্যবস্থাগ্রহণ করা হোক।