ঢাকা সোমবার ৭ই জুলাই, ২০২৫

ঢাকা সোমবার ৭ই জুলাই, ২০২৫

পঞ্চগড়ের আটোয়ারীতে মসজিদের ভেতর মারামারি, ন্যায় বিচারের দাবিতে ভুক্তভোগীর থানায় অভিযোগ

পঞ্চগড় জেলা প্রতিনিধি মোঃ আল মামুন। প্রকাশিত: মঙ্গলবার, ৩ অক্টোবর, ২০২৩, ৪:০৯ অপরাহ্ণ

পঞ্চগড়ের আটোয়ারীতে মসজিদের ভেতর মারামারি, ন্যায় বিচারের দাবিতে ভুক্তভোগীর থানায় অভিযোগ
আজ রোজ মঙ্গলবার (৩ অক্টোবর) পঞ্চগড়ের আটোয়ারি উপজেলার জুগিকাটা নতুন বস্তি জামে মসজিদের ভিতরে মারামারির ঘটনা ঘটেছে।
এতে ভুক্তভোগী মোঃ ইউনুস আলী গুরুত্বর আহত হয়ে আটোয়ারি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। গত শুক্রবার (২৯ সেপ্টেম্বর) জুম্মার নামাজ শেষে এই চাঞ্চল্যকর ঘটনা ঘটে। ভুক্তভোগী মোঃ ইউনুস আলী বলেন, আমি দীর্ঘদিন ধরে এই মসজিদে নিয়মিত নামাজ আদায় করি। অনেক দিন ধরে এই মসজিদ কমিটির সাধারণ সম্পাদক হিসেবে দ্বায়িত্ব পালন করে আসছি।স্থানীয় বাসিন্দা মোঃ জাকের হোসেন, মোঃ জুলফিকার আলী তাদের পিতা মোঃ আশরাফুল ইসলাম এর কুপরামর্শ মসজিদের ভিতরে আমাকে মারপিট শুরু করে। পরে মুসল্লিরা মসজিদের ভিতর থেকে বাইরে নিয়ে গেলে সেখানে মোঃ আশরাফুল ইসলাম আমাকে ধরে রাখে এবং তার দুই ছেলে আমাকে বেধরক মারপিট করে।পরে স্থানীয় মুসল্লিরা আমাকে উদ্ধার করে আটোয়ারি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়। এ ঘটনায় মোঃ আশরাফুল ইসলাম বলেন, সে ইতিপূর্বে আমি নামাজ আদায় করার সময় বৈদ্যুতিক ফ্যান বন্ধ করে দেয়। একই ঘটনা আরো কয়েক জন মুসল্লির সাথে সে করে।ঘটনার দিন ১২ই রবিউল আউয়াল উপলক্ষ্যে মসজিদের ইমাম কোন আলোচনা না করায় এবং মসজিদের ইমাম মিলাদ এর পক্ষে না থাকায় স্থানীয় এক মুসল্লি ইমামকে নিয়ে বক্তব্য রাখেন। এ সময় মোঃ ইউসুফ তার বক্তব্য বন্ধ করতে বললে আমার ছেলে ইউসুফ’কে চুপ থাকতে বলে । এতে ইউসুফ আলী আমার ছেলের উপরে ক্ষুব্ধ হয়। পরে আমার ছেলে তাকে মারপিট করে।
একপর্যায়ে মোঃ ইউসুফ আলী আমার ছেলের উপরে চড়াও হলে মসজিদের বাইরে আমি ইউসুফ’কে পেছন থেকে ধরে রাখি এবং আমার দুই ছেলে তাকে মারতে থাকে। কিন্তু মুসল্লিরা বাঁধা প্রদান করায় ভালোভাবে মারতে পারে নি। তার আরো আগে মাইর খাওয়ার দরকার ছিল। এ ঘটনায় আটোয়ারী উপজেলার বারোঘাটি পুলিশ তদন্ত কেন্দ্র থেকে পুলিশের একজন এস আই অভিযোগের তদন্ত করছেন মর্মে জানা গেছে।