ঢাকা মঙ্গলবার ৮ই জুলাই, ২০২৫
উপজেলা তাঁত বস্ত্র ব্যাবসায়ী সমিতির আয়োজনে এনামুল হক মোজমাল স্মরণে সোমবার বিকেলে করতোয়া নদীতে পৌর মেয়র মনির আক্তার খান তরু লোদীর সভাপতিত্বে এ নৌকা বাইচ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির কার্যনির্বাহী সদস্য ও স্থানীয় সংসদ সদস্য অধ্যাপক মেরিনা জাহান কবিতা।
এছাড়াও উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল হামিদ লাবলু, পৌরসভার সাবেক মেয়র নজরুল ইসলাম,
নৌকা বাইচ দেখার জন্য হাজার হাজার মানুষ উপস্থিত হয়।
আয়োজক কমিটির সদস্য পৌর কাউন্সিলর আল মাহমুদ প্রামাণিক ও ব্যাবসায়ী আনিছ প্রামানিক বলেন, মানুষকে আনন্দ দিতে পেরে আমরা আনন্দিত। আগামীতে আরো বড় পরিসরে আমরা নৌকা বাইচের আয়োজন করবো ইনশাআল্লাহ।
আপনার মতামত লিখুন :