মোঃনাজমুল মোরেলগঞ্জ প্রতিনিধিঃ বাগেরহাটের মোরেলগঞ্জে ষ্টিল ব্রীজের গার্ডার ভেঙ্গে দেবে গিয়ে ভারী যাববাহন চলাচল বন্ধ রয়েছে ,আটকে আছে অর্ধ শতো মালবাহী ট্রাক। গতো বুধবার (১৭ এপ্রিল)ভোর সাড়ে ৩ টার দিকে সাইনবোর্ড-বগী আঞ্চলিক মহাসড়কে নব্বই রশি বাস স্টান সংলগ্নে অবস্থিত ষ্টিল ব্রীজে ঢাকা থেকে রায়েন্দার উদ্দেশ্যে ছেড়ে আসা জি এম এস পরিবহনের একটি বাসের ধাক্কায় ব্রীজটির ডান পাশের একটি অংশ ভেঙ্গে মাটিতে বসে যায়,ফলে ব্রীজটি ভারী যানবাহন চলাচলে ঝুঁকিপূর্ন হয়ে পড়ে।এতে ব্রীজটির দু’পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।বর্তমানে ব্রীজটি দিয়ে ভারী যানবাহন চলাচল বন্ধ রাখা হয়েছে।তবে ভ্যান, মটর সাইকেল, বাই সাইকেল,সাধারন মানুষ পারাপার হলেও শরোনখোলা রায়েন্দার সাথে ঢাকা, চট্রগ্রাম, খুলনাগামী দুরপাল্লার বাস চলাচল বন্ধ হয়ে বিপাকে পড়েছে ঈদের ছুটি কাটাতে আসা কয়েক লাখ সাধারন মানুষ।খুলনা,ঢাকা, চট্রগ্রামগামী দুরপাল্লার প্রায় শতাধিক পরিবাহন আটকে আছে মোরেলগঞ্জ নব্বইরশি,ও রায়েন্দা বাস টার্মিনালে। এতে করে দুই অঞ্চলের প্রায়,লক্ষাধিক মানুষ সঠিক সময়ে ফিরতে পারছেন না তাদের গন্তব্যে।বিভিন্ন অঞ্চল থেকে মোরেলগঞ্জ শরোনখোলা রায়েন্দার উদ্দেশ্যে ছেড়ে আসা মালবাহী ট্রাক কাভার ভ্যান মিনি পিকআপ আটকে পড়ে নস্ট হচ্ছে লাখ লাখ টাকার কাঁচামাল সহ জরুরী নিত্যপ্রয়োজনীয় পন্য।এদিকে ব্রীজটিকে যানচলাচলের জন্য স্বাভাবিক করতে এখন পর্যন্ত জোরালো কোন পদক্ষেপ নেয়নি সড়ক পরিবাহন ও সেতু বিভাগ। এ বিষয়ে সড়ক পরিবহন ও সেতু বিভাগের বাগেরহাট জেলার নির্বাহী প্রকৌশলী ফরিদ উদ্দিন জানান,উর্ধতন কতৃপক্ষের সাথে কথা বলে দ্রুত ব্রিজটির ভাঙা অংশ মেরামত করা হবে।
আপনার মতামত লিখুন :