মোঃ মিনারুল ইসলাম,নিজস্ব প্রতিনিধি: বগুড়ার শিবগঞ্জ উপজেলার মহাস্থানগড় মাজার এলাকায় কুষ্টিয়ার কলা ব্যবসায়ীকে অস্ত্রের মুখে জিম্মি ও মারপিট করে কলা বোঝাই ট্রাক ছিনিয়ে নিয়ে গেছে সংঘবদ্ধ একটি চক্র। ট্রাকের সবগুলো কলা প্রায় তিন লক্ষ টাকায় বিক্রির পর অপরাধীরা চলে যায়। ট্রাক ড্রাইভার রিগান হোসেনের অভিযোগ পেয়ে শিবগঞ্জ থানা পুলিশ উপজেলার রায়নগর ইউনিয়নের নাগরবন্দর এলাকার একটি কলা পাকানোর ঘরে অভিযান চালিয়ে ছিনতাই হওয়া কলা, ট্রাক এবং ট্রাক ড্রাইভারকে উদ্ধার করে। তবে এ পর্যন্ত ঘটনার সাথে জড়িত মূলহোতাদের আটক করতে পারেনি পুলিশ। স্থানীয় লোকজনের বরাত দিয়ে পুলিশ জানায়,কলা বোঝাই ট্রাকের কলা বিক্রি করে যাওয়ার সময় কলা ব্যবসায়ীকে হাত পা বেঁধে মুখে স্কচ টেপ মেরে অপহরণ করে নিয়ে গেছে সংঘবদ্ধ ওই চক্রের সদস্যরা। থানা পুলিশ ও এলাকাবাসীর নির্ভরযোগ্য সূত্রে জানা যায়, সোমবার (১৫ এপ্রিল) সকালে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার চর সোনাতলা থেকে একটি ট্রাক্টর কাঁকড়া গাড়িতে কলা বোঝাই করে নিয়ে বিক্রির উদ্দেশ্যে বগুড়ার শেরপুর উপজেলার নয় মাইল বাজারে আসে। রাস্তায় জ্যামের কারণে বাজারে আসতে তাদের দেরী হয়। হাটবাজারের সময় শেষ হওয়ার কারণে তাঁরা সোমবার কলা বিক্রি করতে পারেনি। তারা সিদ্ধান্ত নেয় আজ মঙ্গলবার হাটে গিয়ে কলা বিক্রি করবে। অবসর সময় কাটানোর জন্য তাঁরা বেলা ২টায় কলা বোঝাই ট্রাকসহ মহাস্থান মাজারে জিয়ারত করতে আসে। মাজারের পাশ্ববর্তী ঈদগাহ মাঠে ট্রাকটি গাড়ি পার্কিং করে মাজার জিয়ারত করে। বিকেল ৪টার সময় মহাস্থান গ্রামের মোঃ বুলু মিয়ার ছেলে আল আমিন ও গড়মহাস্থান গ্রামের দৌলত জামানের ছেলে দেলোয়ার হোসেন সহ সঙ্গীয় ১০/১২ সন্ত্রাসী প্রকৃতির লোকজন নিয়ে এসে অস্ত্রের ভয় দেখিয়ে কলার মালিক ও ট্রাক ড্রাইভারকে জিম্মি করে। এক পর্যায়ে তাদের হাতে থাকা মোবাইল ফোন ছিনিয়ে নেয়। এবং থানা পুলিশের ভয় দেখিয়ে ট্রাক ড্রাইভার ও কলার মালিককে জোরপূর্বক মহাস্থান থেকে নাগরবন্দর এলাকায় নিয়ে যেতে বাধ্য করে। সেখানে গিয়ে স্থানীয় কলা ব্যবসায়ী ডাবলুর নিকট ট্রাক বোঝাই কলাগুলো স্বল্পমূল্যে বিক্রি করে দেয়। এরপর তাঁরা কলার মালিককে হাত পা বেধে, মুখে স্কচ টেপ মেরে অজ্ঞাত স্থানে অপহরণ করে নিয়ে যায় এবং ট্রাক ড্রাইভারকে ট্রাক নিয়ে চলে যেতে বলে। পরে ট্রাক ড্রাইভার বিষয়টি ৯৯৯ এ কল করে।
আপনার মতামত লিখুন :