ঢাকা সোমবার ৭ই জুলাই, ২০২৫

ঢাকা সোমবার ৭ই জুলাই, ২০২৫

প্রযুক্তি শিক্ষায় শিক্ষার্থীদের গুরুত্ব দেয়ার -আহ্বান প্রতিমন্ত্রী পলকের

মুকুল হোসেন সিংড়া (নাটোর) প্রতিনিধি: প্রকাশিত: সোমবার, ২ অক্টোবর, ২০২৩, ৬:০৯ অপরাহ্ণ

প্রযুক্তি শিক্ষায় শিক্ষার্থীদের গুরুত্ব দেয়ার -আহ্বান প্রতিমন্ত্রী পলকের
তথ্য ও যোগাযোগ ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক এমপি বলেছেন, ‘আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে স্মার্ট বাংলাদেশের স্মার্ট নাগরিক হিসেবে গড়ে তোলার জন্য মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশে এবং মাননীয় আইসিটি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় ভাইয়ের পরামর্শে ষষ্ঠ শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত আমরা আইসিটি বিষয় বাধ্যতামূলক করে দিয়েছি। যাতে করে সমসাময়িক প্রযুক্তির সঙ্গে সবাই পরিচিত হতে পারে। তোমাদের প্রযুক্তি শিক্ষায় দক্ষতা অর্জন করতে হবে। কারণ এখন কম্পিউটার না জানলে, কোনো পেশায়ই তোমরা সফল হতে পারবে না। সোমবার (২অক্টোবর) সকালে সিংড়া উপজেলা ৪ নং কলম ইউনিয়নের পুন্ডরি আলিম মাদ্রাসা শুভ উদ্বোধন, কলম উচ্চ বিদ্যালয় এর চারতলা একাডেমিক ভবন ভিত্তিপ্রস্তর স্থাপন এবং কালিনগর উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবন উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। তিনি আরো বলেন, যদি আমরা নৌকা মার্কায় ভোট নিয়ে বিজয়ী হতে না পারতাম, তাহলে আমাদের ছেলেমেয়েরা বিনামূল্যে বই পেত না, বিদ্যুতের আলোতে আলোকিত হতো না প্রতিটি ঘর, সুবিধাবঞ্চিতরা বিভিন্ন সুবিধা পেত না। হাজার হাজার মানুষের কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। আওয়ামী লীগ ক্ষমতায় আসার আগে অনেক সরকার ছিলো, তারা কতটুকু উন্নয়ন করেছে? আজ আওয়ামী লীগ সারাদেশে উন্নয়ন ও সুশাসন প্রতিষ্ঠা করেছে’।
ভিত্তিক প্রস্তর স্থাপন ও উদ্বোধনী অনুষ্ঠানে সিংড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডঃ ওহিদুর রহমান শেখ এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিংড়া উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ৩ নং ইতালি ইউনিয়নের চেয়ারম্যান আরিফুল ইসলাম আরিফ, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ মাওলানা রুহুল আমিন, ৪ নং কলম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মইনুল হক চুনু, উপজেলা আওয়ামী লীগের সদস্য নবীর উদ্দিন, ৪ নং কলম ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নাসির উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সদস্য মাহবুব আলম রকিব।এছাড়াও উপজেলা এবং ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।